TRENDING:

CM Mamata Banerjee|East Bengal: চিন্তা নেই, ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, আমিও চাই ওরা খেলুক... মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে খুশির হাওয়া লাল-হলুদে

Last Updated:

CM Mamata Banerjee|East Bengal: ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “চিন্তা নেই। সমস্যা মিটে যাবে। আইএসএলে খেলবে ইস্টবেঙ্গলও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঠিক যেন গত বছরের ছবিই ফিরে এল ৷ আগের বার শেষমুহূর্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই প্রথমবার আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছিল ইস্টবেঙ্গল ৷ এবারও ক্লাবে চরম ডামাডোল চলছে ৷ আইএসএলে খেলা কার্যত অনিশ্চিতই হয়ে পড়েছিল লাল-হলুদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কিছুটা হলেও স্বস্তি পেলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তা এবং সমর্থকরা ৷
advertisement

‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,  “চিন্তা নেই। সমস্যা মিটে যাবে। আইএসএলে খেলবে ইস্টবেঙ্গলও।” শুধু লাল-হলুদই নয়, মুখ্যমন্ত্রী জানান, তিনি মহমেডান স্পোর্টিংকেও আইএসএলে খেলতে দেখতে চান ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোহনবাগান আইএসএলে খেলছে, চুক্তি ঠিক আছে। নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ খারাপ? চিন্তা নেই। হয়ে যাবে। চুক্তি-টুক্তি হচ্ছে। একটু ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনমালিন্য হচ্ছে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক।’’

advertisement

এবার থেকে প্রতি বছর ১৬ অগাস্ট বাংলায় পালিত হবে ‘খেলা হবে’ দিবস। সে কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সোমবার সেই প্রকল্পেরই শুভ উদ্বোধন হল।

বাংলা খবর/ খবর/খেলা/
CM Mamata Banerjee|East Bengal: চিন্তা নেই, ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, আমিও চাই ওরা খেলুক... মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে খুশির হাওয়া লাল-হলুদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল