TRENDING:

পিকে-সুয়ারেজের গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে বার্সেলোনা

Last Updated:

বার্সেলোনা- ৪ ( রসি-৩৮', কোস্তাস ম্যানোলাস-৫৭', পিকে ৫৯', সুয়ারেজ-৮৭' ) রোমা- ১ ( এডিন জেকো-৮০' )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্সেলোনা- ৪ ( রসি-৩৮', কোস্তাস ম্যানোলাস-৫৭', পিকে ৫৯', সুয়ারেজ-৮৭' )
advertisement

রোমা- ১ ( এডিন জেকো-৮০' )

#বার্সেলোনা:  মেসি শূন্য, বার্সেলোনা চার। ৯৭১ মিনিট পর চ্যাম্পিয়ন্স লিগে গোল সুয়ারেজের। নিট ফল ন্যু ক্যাম্পে রোমাকে ৪-১ গোলে হারিয়ে এই নিয়ে ষোলোবার সেমিফাইনালে ওঠার রাস্তা প্রায় পাকা করে ফেলল বার্সেলোনা।

আরও পড়ুন-অবিশ্বাস্য ব্যাকভলি রোনাল্ডোর ! চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে রিয়াল

advertisement

প্রথম ও দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালির দলটি। ৩৮ মিনিটে ডি'রসি, ৫৬ মিনিটে মালসার গোলে ব্যাকফুটে চলে যায় রোমা। ৫৯ মিনিটে বার্সার হয়ে ব্যবধান বাড়ান জেরার্ড পিকে। ৮০ মিনিটে জেকোর গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে রোমা। তাতেও শেষ রক্ষা হয়নি। ৮৭ মিনিটে সুয়ারেজের গোলে ৪-১ করে মাঠ ছাড়ল মেসির বার্সেলোনা। অ্যানফিল্ডে অন্য কোয়ার্টার ফাইনালে গুয়ার্দিওয়ালার স্বপ্ন ভেঙে শেষ হাসি হাসলেন ক্লপ। লিভারপুল জিতল ৩-০ গোলে। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে গোল সালাহ, চেম্বারলিন ও মানের।  ​

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পিকে-সুয়ারেজের গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে বার্সেলোনা