TRENDING:

এটিকে-মোহনবাগান বনাম মুম্বই সিটি, আইএসএলে সোমবার কাঁটে কা টক্কর

Last Updated:

সবুজ-মেরুনের আক্রমণ ভাগে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংরা ফুল ফোটাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বদলার ম্যাচ? ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এবারের আইএসএলের সেরা ট্যাকটিক্যাল ম‍্যাচ। সোমবার সাতের আইএসএলে মুম্বই সিটি এফসি বনাম এটিকে-মোহনবাগান। ৯ ম্যাচে  ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সের্খিয়ো লোবেরার মুম্বই সিটি। সম সংখ্যক ম‍্যাচে এটিকে-মোহনবাগানের সংগ্রহ কুড়ি পয়েন্ট। সোমবার মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে কাঁটে কা টক্কর।
advertisement

সবুজ-মেরুনের আক্রমণ ভাগে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংরা ফুল ফোটাচ্ছেন। অ্যান্তোনিও লোপেজ হাবাসের রক্ষণকে ভরসা দিচ্ছেন তিরি, সন্দেশ জিঙ্ঘন, প্রীতম কোটাল, প্রবীর দাসরা। ডিফেন্স জমাট রেখে প্রতি আক্রমণে জয় ছিনিয়ে আনাই হাবাসের দলের খেলার মূল বৈশিষ্ট্য। এই ভাবেই এটিকে-মোহনবাগান পেরিয়ে এসেছে টুর্ণামেন্টে একের পর এক হার্ডলস। জামশেদপুর এফসি বিরুদ্ধে অপ্রত্যাশিত হারটা বাদ দিলে এবারের আইএসএলে দুরন্ত পারফরম্যান্সের হাবাসের দলের ছেলেদের। মুম্বই সিটির বিরুদ্ধে নামার আগে সবুজ মেরুন শিবিরে খুশির খবর চোট সারিয়ে এই ম্যাচ থেকেই মাঠ ফিরছেন জাভি হার্নান্ডেজ। দলের চিফ কোচ হাবাস নিজে অবশ্য বলছেন,"মুম্বই শক্তিশালী দল। ওদের আটকানো কঠিন চ‍্যালেঞ্জ। ছোট ছোট পাশে আক্রমণে উঠে আসে দলটা। তবে আমরাও তৈরি। আক্রমণ বনাম রক্ষণের লড়াই এটা নয়।"

advertisement

অন্য দিকে ফ্র্যাঞ্চাইজি বদলে মুম্বই সিটি এফসিতে এসে দলটাকে নতুন করে সাজিয়েছেন সের্খিয়ো লোবেরা। মুম্বই সিটিকে ভরসা দিচ্ছেন অ্যাডাম ফন্দ্রে। ৩৪ বছর বয়সী ব্রিটিশ স্ট্রাইকারের নামের পাশে ইতিমধ্যেই এবার হাফ ডজন গোল। কার্ডিফ সিটি, রচডেল, উইগান, সিডনি এফসির প্রাক্তনী বারে বারে নজর কেড়েছেন এবারের আইএসএলে। ফন্দ্রের পাশে ঝলমল করছেন হুগো বুমোস। মন্দার দেশাই, রাওলিন বোর্জেস, রেনিয়ার ফার্নান্ডেজ, বিপিন সিংয়ের মতো প্রথম সারির ভারতীয় ফুটবলারদের উপস্থিতি ধার বাড়িয়েছে লোবেরার মুম্বইয়ের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই আইএসএলে সুপার ক্লাসিকো। তবে নিজের দল নিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না মুম্বই কোচ লোবেরা। বলছেন,"এটিকে মোহনবাগান ম্যাচ অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে লিগের এখনও অর্ধেক বাকি। এখানেই শেষ নয়।"

বাংলা খবর/ খবর/খেলা/
এটিকে-মোহনবাগান বনাম মুম্বই সিটি, আইএসএলে সোমবার কাঁটে কা টক্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল