মোহনবাগান-এটিকে দল কলকাতা লিগে প্রিমিয়ার–এ গ্রুপে খেলবে, তা একপ্রকার চূড়ান্ত। ঘরোয়া লিগ হলে সেই লিগকে প্রাক–মরশুম প্রস্তুতি হিসেবে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। করোনা ভাইরাসের জন্য এবারে দলের স্পেনে প্রি–সিজন ট্যুর বাতিল হয়েছে। স্পেন থেকে কোচ হাবাস কর্তাদের জানিয়েছেন, কলকাতা লিগে দলকে ঘষেমেজে দেখে নিতে চান। সঙ্গে আরও জানিয়েছেন, কলকাতা লিগে সিনিয়র–জুনিয়র মিলিয়ে ফুটবলার নথিবদ্ধ করা হবে আইএফএ–তে। অর্থাৎ লিগের সব ম্যাচে সিনিয়র ফুটবলারদের না খেলানোর পরিকল্পনা করছেন হাবাস। ইস্টবেঙ্গল, মহমেডানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সিনিয়রদের নিয়ে সেরা একাদশ নামাতে রাজি। অর্থাৎ ম্যাচের গুরুত্ব বুঝে প্রথম একাদশ তৈরি করবেন। কিছু ম্যাচে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে প্রথম একাদশ সাজানোর কথা কর্তাদের বলেছেন।
advertisement
অন্যদিকে হাবাস কর্তাদের কাছে প্রস্তাব রেখেছেন, ঘরোয়া লিগের ম্যাচগুলি নৈশালোকে খেলতে চান। কিন্তু, ঘরোয়া লিগ কোন মাঠে খেলবেন, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি নতুন ক্লাবের কর্তারা। তবে যে মাঠই চূড়ান্ত হোক না কেন, ঘরোয়া লিগ ফ্লাডলাইটে খেলবে এটিকে-মোহনবাগান।