আগামী ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের আল নাসাফের বিরুদ্ধে এএফসি কাপের জোনাল সেমি-ফাইনালে খেলবে এটিকে মোহন বাগান। র্যাঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে থাকায় ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে উজবেকিস্তানের ক্লাবটি। দুবাইয়ে ছ’দিনের শিবিরের পর আল নাসাফের বিরুদ্ধে খেলার জন্য বৃহস্পতিবার ২২ জনের দল বেছে নিয়েছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মালদ্বীপে ভালে খেললেও দুবাইগামী দলে জায়গায় হয়নি হুগো বোমাসের। তাঁর পরিবের্ত দলে সুযোগ পেয়েছেন জনি কাউকো।
advertisement
উল্লেখ্য, জাতীয় দলের খেলা থাকায় মালদ্বীপ যেতে পারেননি তিনি। তবে তাসখন্দেই সবুজ-মেরুন জার্সি গায়ে অভিষেক হতে চলেছে এই ফিনল্যান্ড মিডিওটির। মালদ্বীপে গ্রুপ পর্বে দু’টি হলুদ কার্ড দেখায় দলে নেই দীপক টাংরি। তাই বুধবার জনির খেলা নিশ্চিত। মালদ্বীপের দলে না থাকলেও তাসখন্দ যাচ্ছেন প্রবীর দাস ও সোসাইরাজ। তবে দুবাইয়ের ক্যাম্পে যোগ দিলেও চূড়ান্ত দলে জায়গা পাননি স্প্যানিশ ডিফেন্ডার তিরি। যার অর্থ, আল নাসাফের মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও মেকশিফট স্টপার নিয়েই খেলবে এটিকে মোহন বাগান।
আরও পড়ুন - Sehwag on Dhoni mentor : ধোনির থাকার সুবিধা নিতে পারবেন বোলাররা বলছেন বীরু
মালদ্বীপে গ্রুপ লিগে অপরাজিত মোহন বাগান তিনটি ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। এর মধ্যে দু’টি ম্যাচে (মাজিয়া এবং বসুন্ধরা এফসি) তারা পিছিয়ে পড়েছিল। ওই দুটি ম্যাচে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে সম্মান অক্ষুণ্ণ রেখেছেন রয় কৃষ্ণা-শুভাশিস বসুরা। ডিফেন্সিভ ব্লকারে খেলতে অভ্যস্ত কার্ল ম্যাকহ্যাগকে ডিপ ডিফেন্সে ব্যবহার করা হচ্ছে। সন্দেশ ঝিংগান দল ছাড়ার পর কোনও স্বদেশি স্টপার নেওয়া হয়নি। তাই কার্ল ম্যাকহাগের পাশে খেলানো হয়েছে আদতে রাইট উইং ব্যাক প্রীতম কোটালকে।
উজবেকিস্তানের দলটির বিরুদ্ধে রক্ষণ নিয়ে কিছুটা হলেও উদ্বেগ আছে সবুজ-মেরুন সমর্থকদের। নাসাফের বড় ভরসা গোলের মধ্যে থাকা সার্বিয়ান স্ট্রাইকার আন্দ্রিজা কালুদেরোভিচ। অপর সার্বিয়ান ফুটবলার মার্কো স্ট্যানোজেভিচও ছন্দে রয়েছেন। মোহন বাগান রক্ষণের দুর্বলতা নিশ্চয়ই জানেন উজবেকিস্তানের ক্লাবটির কোচ। কিন্তু হাবাস ডিফেন্স সাজানোর ব্যাপারে যথেষ্ট পটু। তাই গোল হজম করলেও, সেটপিস এবং টাইব্রেকারে ম্যাচ জয়ের সব রকম প্রস্তুতি সেরে রেখেছেন সবুজ মেরুন কোচ। অতিরিক্ত সময় খেলা গড়ালেও ফিটনেসে যাতে অসুবিধে না হয়, সেদিকেও খেয়াল রেখেছেন হাবাস।