কলকাতা : হোলিচরণ নার্জারির গোল, ৪৭০ দিন বাদে প্রথম অ্যাওয়ে জয় পেল কেরালা ব্লাস্টার্স ৷ কিন্তু মাঠ ওমাঠের বাইরে দিনটা মোটেই ভালো গেল না ATK -র ৷ ঘরের মাঠে আটকে গেল অ্যান্তেনিও হাবাস লোপেজের ছেলেরা ৷
পাশাপাশি সাইডলাইনে দু'পক্ষের উত্তেজনাও ছড়ায় চরমে ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে এটিকে কোচকে কার্ড দেখান রেফারি ৷ ফলে ড্রেসিংরুমে চলে যেতে হয় তাঁকে ৷
advertisement
রবিবাসরীয় সন্ধেয় যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গেল কলকাতা। হোলিচরণ নার্জারির দুর্দান্ত গোলে জিতল কেরালা ব্লাস্টার্স।দেখে নিন সেই বিশ্বমানের গোলের ভিডিও ৷
এটাই এই মরশুমে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়।এই মুহূ্র্তে আইএসএল টেবলে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলকাতা ৷ পাশাপাশি এই ম্যাচে জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে ছ নম্বরে কেরালা ব্লাস্টার্স ৷
আরও পড়ুন- দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার, হরমনপ্রীতের বিশ্বকাপ স্কোয়াডে বঙ্গললনা রিচা
শেষ ম্যাচে জয়ের ছন্দ এদিন উধাও এটিকের খেলায়। আর সাইডলাইনে দাঁড়িয়ে দলের হতাশাজনক ফুটবল দেখে রেগে আগুন হলেন কোচ হাবাস। গত ম্যাচে মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়ে লিগের শীর্ষে উঠে এসেছিল এটিকে। এদিনও জয় নিয়ে আশাবাদী ছিলেল এটিকের কোচ ও ফুটবলাররা।
প্রথমার্ধে আক্রমণ শানালেও এটিকে গোলমুখ খুলতে পারেনি ৷ ফলে বিরতিতে স্কোরলাইন ০-০ ছিল ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার গতির বিপরীতে আচমকা গোল খেয়ে যায় এটিকে। ৭০ মিনিটের মাথায় কেরালার নার্জারি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট কলকাতার গোলকিপার অরিন্দম ভট্টাচার্য আটকাতে পারেননি।
আরও দেখুন
