TRENDING:

আইএসএল শুরুর আগে এখন চোট সমস্যায় জর্জরিত এটিকে

Last Updated:

এটিকে-র হলটা কি। চোটে চোটে নাজেহাল কলকাতা ফ্র্যাঞ্চাইজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এটিকে-র হলটা কি। চোটে চোটে নাজেহাল কলকাতা ফ্র্যাঞ্চাইজি। চারের আইএসএল শুরুর আগেই মিনি হাসপাতাল এটিকে। রবি কিন, কার্ল বেকারের পর এটিকে-র ধাক্কা আশুতোষ মেহতা, জয়েশ রানে। রবিবার হ্যামস্ট্রিংয়ে অনুশীলনে চোট পেলেন আশুতোষ। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে মারাঠি ডিফেন্ডার। দুবাইয়ে চোট পেয়েছিলেন জায়েশ। মাঠে ফিরতে আরও দু’সপ্তাহ। রবি কিন তো দেশেই ফিরে গিয়েছেন। গোড়ালির চোটে হোটেলবন্দি কার্ল বেকারও।
advertisement

দুই প্রধানের পাশে কপেল

আইএসএলে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে চাই। না হলে কেমন যেন পানসে পানসে লাগছে। জামশেদপুরের ব্রিটিশ কোচকে এব্যাপারে পাশে পেয়ে গেল দুই প্রধান। ফেড কাপ দেখতে কটকে গিয়েছিলেন স্টিভ কপেল। কদিন আগে প্র্যাকটিস ম্যাচেও ঝাঁঝ বুঝেছেন লাল-হলুদের। উচিত কথাটা এবার বলেই দিলেন ভদ্রলোক।

লাল-হলুদের জ্বলুনি

আইএসএলের বল গড়ায়নি। তবু চাপে স্টিভ কপেল। আমনাদের কাছে ৩ গোল খেতে হবে ভাবতে পারেননি মেহতাবদের কোচ। ব্রিটিশের আঁতে ঘা লেগেছে। আর একবার পেলে বোঝাতে চান কত ধানে কত চাল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইএসএল শুরুর আগে এখন চোট সমস্যায় জর্জরিত এটিকে