TRENDING:

Euro 2020: নক আউট পর্বে চোখ থাকবে যে ৫ তারকার ওপর

Last Updated:

রোনাল্ডোর মতো মদ্রিচেরও এটা শেষ ইউরো কাপ। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। দলের প্রধান সম্পদ। শেষ ম্যাচে স্কটল্যান্ড এর বিরুদ্ধে দুরন্ত গোল করেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( পর্তুগাল)

নিঃসন্দেহে ইউরোপের সবচেয়ে বড় তারকা। বিশ্ব ফুটবলের প্রথম তিন তারকার একজন। এটাই জীবনের শেষ ইউরো কাপ। ৩ ম্যাচে ইতিমধ্যেই করে ফেলেছেন ৫ গোল। পুরুষ ফুটবলে ইরানের আলি দায়ির রেকর্ড স্পর্শ করেছেন ১০৯ গোল করে। বেলজিয়ামের বিরুদ্ধে একটি গোল করতে পারলে সবার ওপরে পৌঁছে যাবেন সিআর সেভেন। পেলে, মারাদোনা, মেসিকে অনেক আগেই পেছনে ফেলেছেন। কিন্তু লক্ষ্য দেশকে চ্যাম্পিয়ন করার।

advertisement

কিলিয়ান এমবাপে ( ফ্রান্স)

আগামীদিনের মহাতারকা। ফুটবল সম্রাট পেলের প্রশংসা পেয়েছেন। প্রচন্ড গতি এবং দেখার মত স্কিল রয়েছে এই ফরাসি তারকার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আদর্শ করে বড় হয়েছেন। ফ্রান্সের অন্যতম কাণ্ডারী এই তরুণ ফুটবলার। রাশিয়া বিশ্বকাপেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। খেলেন পিএসজি ক্লাবে। রেকর্ড পরিমাণ অর্থে তাঁকে দলে নিতে মরিয়া ইউরোপের অন্তত তিনটি বড় ক্লাব।

advertisement

লুকা মদ্রিচ ( ক্রোয়েশিয়া)

রোনাল্ডোর মতো মদ্রিচেরও এটা শেষ ইউরো কাপ। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। দলের প্রধান সম্পদ। শেষ ম্যাচে স্কটল্যান্ড এর বিরুদ্ধে দুরন্ত গোল করেছেন। মিডফিল্ড জেনারেল বললেও ভুল বলা হবে না। মাঝমাঠ এবং আক্রমণভাগের রিমোট থাকে তার পায়ে। স্পেনের বিরুদ্ধে তিনিই প্রধান ভরসা ক্রোয়েশিয়ার। রিয়েল মাদ্রিদের অন্যতম সেরা তারকা।

advertisement

গিনি উইনালদাম ( নেদারল্যান্ডস)

দেখনদারি নয়, কিন্তু কার্যকরী ফুটবলার হিসেবে এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা। দীর্ঘদিন লিভারপুলে সাফল্যের সঙ্গে খেলার পর রেকর্ড পরিমাণ অর্থে গিয়েছেন পিএসজি ক্লাবে। ডাচ দলের অধিনায়ক ইতিমধ্যেই তিন গোল করে ফেলেছেন চলতি টুর্ণামেন্টে। প্রচন্ড পরিশ্রম করতে পারেন এবং পাশাপাশি গোল করাতেও দক্ষ। কমলা ব্রিগেডের ইঞ্জিন।

advertisement

কাই হাভারটজ ( জার্মানি)

বলা হচ্ছে জার্মান ফুটবলের পরবর্তী বেকেনবাওয়ার। নতুন মহানায়ক ইতিমধ্যেই প্রতিভার ঝলক দেখিয়েছেন। ইউরো কাপ শুরু হওয়ার আগে তাঁর গোলেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল চেলসি। পর্তুগালের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলার পর শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে। বাঁপায়ের স্কিল দেখার মত। উচ্চতা এবং গতি ঈর্ষণীয়।

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: নক আউট পর্বে চোখ থাকবে যে ৫ তারকার ওপর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল