আরও পড়ুন - তরুণ বনাম অভিজ্ঞ প্রথম একাদশে ঢোকার লড়াই নিয়ে,রাশিয়ায় মেসির আর্জেন্টিনা
তাঁদের এই পাগল ভালোবাসার কোনও প্রতিদানও তাঁরা আশা করেন না ৷ তবে যদি কোনওভাবে তাঁদের এই অন্ধ আবেগের সমর্থন মিলে যায় তাহলে তো ডবল বোননজা ৷ সেরকমই হয়েছে ৷ মেসি তথা আর্জেন্টিনার এক ফ্যান সোশ্যাল হ্যান্ডেলে যাঁর পরিচিতি এমিলিজনিম্যাক্সি নামে এবং হ্যান্ডেলের নাম ম্যাগনিফিসেন্ট মেসি , তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি দিয়েছিলেন ৷ যাঁরা আর্জেন্টিনার জার্সি পড়ে আছেন ৷ আর একই সঙ্গে নিজের স্কুটিটিকেও আর্জেন্টিনার রঙে রাঙিয়ে দিয়েছেন ৷
advertisement
গোটা স্কুটির চারদিকই মেসি-আর্জেন্টিনা দল ও অ্যালবিসেলেস্তের দাপট ৷
আর এই পুরো ছবি সহ টুইটটি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার অফিসিয়াল ফুটবল পেজের টুইটার হ্যান্ডেলে ৷