ভিনি, ভিডি, ভিসি। বার্সেলোনার লেভান্তে (Barcelona beats Levante) জয়ের ম্যাচে ক্যাচলাইন হতে পারে এটাই! হাঁটুর চোট সারিয়ে ৩২৩ দিন পর মাঠে ফেরা, তাও আবার কিংবদন্তি লিওনেল মেসির (Lionel Messi) জার্সির উত্তরসূরি হয়ে! বছর আঠেরোর স্প্যানিয়ার্ডের উপরে চাপটা কম ছিল না! বার্সেলোনার জার্সিতে এর আগে গোটা তিরিশেক ম্যাচ খেলেছেন! চাপে ছিল ন্যু ক্যাম্পও!
advertisement
আরও পড়ুন: মোহনবাগান সমর্থকদের কী বার্তা দিলেন রয় কৃষ্ণ ?
লেভান্তে ম্যাচের ৮১ মিনিটে লুক ডি জংয়ের পরিবর্ত হয়ে মাঠে নামলেন আনসু ফাতি। নামার দশ মিনিটের মধ্যেই দুরন্ত গোল। বার্সেলোনার বিস্ময় বালক বুঝিয়ে দিলেন, মেসির ছেড়ে যাওয়া দশ নম্বর জার্সির উত্তরসূরি বাছতে অন্তত ভুল করেনি ন্যু ক্যাম্প।
লা লিগার (La Liga) পয়েন্ট টেবিলে তলিয়ে যেতে বসা বার্সেলোনার (Barcelona) জয়ের হাইওয়েতে ফিরে আসাকে সরিয়ে দিনের শেষে খুব স্বাভাবিক ভাবেই চর্চায় আনসু ফাতি (Ansu Fati)। লেভান্তের (Levante) বিরুদ্ধে শুরুটা তুলনায় ভালোই করেছিলেন বাসকুয়েট, পিকে, কুটিনহোরা। সাসপেনশন থাকায় গ্যালারি থেকেই দল চালালেন ম্যানেজার রোনাল্ড কোম্যান।
৪-২-৩-১ ফর্মেশনে সামনে শুধু লুক ডি জং। তাতেও লেভান্তে ডিফেন্সের লকগেট ভাঙতে সময় লাগেনি কুটিনহো, ইগলেসিয়াস, বাসকুয়েটদের। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন মাম্ফিস ডিপে। ১৪ মিনিটে ডেস্টের পাস থেকে ব্যবধান বাড়ান লুক ডি জং। স্কোরলাইন বার্সেলোনা ২, লেভান্তে ০।
কিন্তু ম্যাচের যাবতীয় সব মশলা যেন তোলা ছিল শেষ দশ মিনিটের জন্য। ৮১ মিনিটে জংয়ের পরিবর্ত হিসেবে মাঠে এলেন ফাতি। ৯১ মিনিটে মেসির জার্সিতে বিস্ময় বালকের অভিষেক গোল। স্কোরলাইন বার্সা ৩, লেভান্তে ০। মেসির ছেড়ে যাওয়ার জার্সিতে নতুন নায়কের অভ্যুত্থানের সাক্ষী থাকল ন্যু ক্যাম্প। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনাও লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে।