TRENDING:

‘‘প্রেম জেগেছে আমার মনে’’- মাঠেই হাঁটু গেড়ে প্রপোজ ফুটবলারের, Viral Video

Last Updated:

ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সব জায়গায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: ফুটবলমাঠে জোরদার নাটক৷ একেবারে প্রেমের নাটক! আমেরিকান ফুটবলার হাসানি ডটসন স্টিফেনসন (Hassani Dotson Stephenson) নিজের গার্লফ্রেন্ডকে প্রপোজ করলেন ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের সামনে৷ এদিনের ম্যাচে তাঁর ক্লাব মিনেসোটা এফসি ২-২ ড্র করে স্যান জোস আর্থকোয়েকের বিরুদ্ধে৷ মেজর লিগ সকার  (MLS) খেলা ছিল রবিবার৷ স্টিফেনসন নিজের হাঁটুতে মাঠে বসে রিং তুলে দেন৷ অভিভূত গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হ্যাঁ বলে সম্মতি জানান৷ ফ্যানরাও খুশিতে ফেটে পড়েন৷ তারপরেই একে অপরকে জড়িয়ে ধরেন৷ তাঁদের নিজেদের জন্য এই মুহূ্র্তকে বিশেষ করে রাখেন৷
advertisement

স্টিফেনসনের পার্টনার পেট্রা ভুকোভিচ এই চরম রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেন৷ স্টিফেনসনের প্রস্তাব দেওয়ার এই মুহূর্ত খুবই অবিস্মরণীয়৷

নিজের সোশ্যালহ্যান্ডেলে তিনি ট্যাগলাইনে লিখেছেন, "There aren't words that express anything close to the happiness my heart feels. To be loved by you is a blessing Hassani," -অর্থাৎ - ‘‘এটার বিবরণ দেওয়ার জন্য কোনও শব্দ যথেষ্ট নয়৷ তোমার মতো কাউকে জীবনে পেয়ে৷ ’’

advertisement

‘‘সকলকে অনেক শুভেচ্ছা, পাশাপাশি যাঁরা তাঁকে এই কাজ করে চিরস্থায়ী স্মৃতি দিতে সাহায্য করেছেন তাঁদেরকেও ধন্যবাদ৷ ’’

স্টিফেনসন সোশ্যাল মিডিয়ায় চ্যানেল দিয়ে অনেক ছবি শেয়ার করেছেন৷ বান্ধবী ভুকোভিচ জুনের ৭ তারিখ এই ছবি দিয়ে লিখেছেন , "Truly Blessed!"

স্টিফেনসনের ক্লাব মিনেসোটা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন৷ ওয়েস্টার্ন কনফারেন্সে ১৫ পয়েন্ট পেয়েছে ১১ ম্যাচ থেকে৷ এই লিগ টেবলের সিয়াটেল (২৬ পয়েন্ট), ও কানসাস সিটি (২৩ পয়েন্ট), লস অ্যাঞ্জেলেস (২১), কলোরাডো (১৭), এলএএফসি (১৫)৷

ইস্টার্ন কনফারেন্স নিউ ইংল্যান্ড ২৪ পয়েন্ট নিয়ে প্রতিনিধিত্ব করছে৷ এছাড়া রয়েছে অরল্যান্ডো, ফিলাডেলফিয়া, ন্যাশভিলে, নিউ ইয়র্ক সিটি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘প্রেম জেগেছে আমার মনে’’- মাঠেই হাঁটু গেড়ে প্রপোজ ফুটবলারের, Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল