আইপিএল খেলতে গিয়ে টেস্ট মিস? ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আর সেটা সহ্য করবে না। মর্যাদার অ্যাশেজ সিরিজে এবার যাচ্ছেতাইভাবে হারের পর টনক নড়েছে ইসিবির। ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর খবর, আগামীতে আইপিএলে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে কড়াকড়ি আরোপ করবে বোর্ড।
advertisement
গত গ্রীষ্ম মরশুমে আইপিএলে অংশ নিতে গিয়ে ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। এই ব্যাপারটা টেস্ট ফরমেটে বড় ক্ষতি করে ফেলছে, অবশেষে বুঝতে পারছে ইসিবি। অ্যাশেজ হারের পর নতুন করে দল গোছানোর কথা ভাবছে তারা। তাই ইসিবির পরিকল্পনা, আসন্ন মরশুম থেকে ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ সীমিত করার।
গত মরশুমে ক্রিস ওকস, জস বাটলার, স্যাম কুরান, মঈন আলি এবং জনি বেয়ারস্টো আইপিএলে খেলার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। যার প্রভাব পড়েছে এবারের অ্যাশেজে। ইতিমধ্যে অ্যাশেজ হারের ময়নাতদন্তের জন্য অ্যাশলি জাইলসকে দায়িত্ব দিয়েছে ইসিবি। যেখানে তিনি ব্যর্থতার কারণ এবং উত্তরণের পরামর্শ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন।
'দ্য টাইমস' জানতে পেরেছে, জাইলসের রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশে আছে, ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ সীমিত করা। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন বাটলার, জনি বেয়ারস্টো, টম কারানদের আইপিএল থেকে বিরাট রোজগার নিয়ে তাদের কোনো অসুবিধে নেই। কিন্তু দেশের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।
ব্রিটিশদের গর্বের অ্যাশেজ অস্ট্রেলিয়ার কাছে পর্যদুস্ত হতে হয়েছে। সম্মান মিশে গেছে মাটিতে। সামান্য লড়াই দিতে পারেনি ইংল্যান্ড। বলা ভাল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছে। তাই এবার ঠিক হয়েছে ইসিবি ক্রিকেট ক্যালেন্ডার মেনে বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকা ক্রিকেটারদের কিছু সিরিজ অবশ্যই খেলতে হবে। না হলে ছাড়পত্র দেওয়া হবেনা আইপিএল খেলার জন্য।