এই সাফল্যের পরেই জেলার পাওয়ার লিফটিংয়ের ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্বপ্ন রয়েছে আকাশ ছোঁয়ার। সেই পথেই এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছে জেলার কৃতি প্রতিযোগীরা। আগামীদিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও পদক জেতার স্বপ্ন রয়েছে তাদের।
advertisement
কলকাতার হালিশহরে রাজ্যস্তরের পাওয়ার লিফটিং এর তিনটি ইভেন্ট বেঞ্জ প্রেস, ডেড লিফ্ট, ফুল পাওয়ার লিফটিং এ জুনিয়র ৫২ কেজি বিভাগে কাকলি বর্মন, জুনিয়র ৬৬ কেজি বিভাগে মিত রায়, প্রতিভা সরকার, সিনিয়র ৮৩ কেজি বিভাগে অর্ণব গাঙ্গুলি এবং জুনিয়র ৬৮ কেজি বিভাগে অর্জুন কর্মকার পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় গোল্ড-সহ রূপো ও ব্রোঞ্জ মেডেল ছিনিয়ে নেয় বালুরঘাট শহরের প্ল্যানেট ফিটনেস জিমের প্রশিক্ষণার্থীরা।
যা তাদের কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষণ প্রতিফলিত করে এই প্রতিযোগিতায়। যেখানে বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায়, খেলোয়াড়রা তাদের শারীরিক শক্তি এবং লিফটিং দক্ষতা প্রদর্শন করে।
এবিষয়ে কৃতি প্রতিযোগীরা জানান, “রাজ্যস্তরের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এক দুই জন নয়, বালুরঘাটের প্ল্যানেট ফিটনেস জিম থেকে মোট পাঁচজন প্রতিযোগী অংশগ্রহন করে জয়ী হয়ে ফিরে আসে। তবে এটা কারোর একার প্রচেষ্টায় হয়নি। সকলের প্রচেষ্টায় এমনটা সম্ভব হয়েছে। এমন অনন্য নজির গড়ায় খুশি সকলে।”
জেলার এই সাফল্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে রাজ্য স্তরে। এই ধরণের সাফল্যের পরেই জেলার পাওয়ার লিফটিংয়ের ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বাড়ছে মহিলা ও পুরুষদের মধ্যে শেখার প্রতি আগ্রহ।
জেলার কৃতি প্রতিযোগীদের এই প্রতিভা ও কঠোর পরিশ্রম দেশের অন্যতম পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদী সকলেই। তাদের সাফল্যে আপ্লুত প্রশিক্ষক থেকে শুরু করে পরিবারের সদস্যরা। এলাকার প্রতিযোগীদের এই সাফল্যে খুশি বালুরঘাটবাসী।
সুস্মিতা গোস্বামী