সম্প্রতি ভারতীয় টেবিল টেনিস দল অংশ নিয়েছিল বুসানে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। সেখানে গ্রুপ লিগে চিন, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডের কাছে হারলেও নিউ জিল্যান্ড ও চিলিকে হারিয়ে তিন নম্বরে শেষ করে প্লে অফে উঠেছিল। প্লে অফে কাজাকাস্তানকে ৩-০ হারিয়ে শেষ ষোলো রাউন্ডে উঠেছিলেন শরত কমল-রা। এরপর অবশ্য প্রি কোয়ার্টারে ভারতীয় পুরুষ দল ০-৩ হারিয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে। সেখানে ঐহিকা মুখোপাধ্যায়-মনিকা বাত্রারা কোয়ার্টার ফাইনালে ওঠেন।
advertisement
বুসানে আশা মতন সাফল্য না আসায় চিন্তা একটু ছিল। অলম্পিক্সের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে থাকা প্রথম ১৬টি দল সুযোগ পায়। সদ্য প্রকাশিত ক্রম তালিকায় ভারতীয় পুরুষদের দলের র্যাঙ্কিং ১৫। মহিলাদের দলের র্যাঙ্কিং ১৩। সেই সুবাদেই প্যারিসের টিকিট পাকা করে ফেলে ভারতীয় পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল।
আরও পড়ুন: IPL 2024: আইপিএলে ১৫০ কোটিরও বেশি টাকা পেয়ে রেকর্ড করেছে কারা? উত্তর দিতে ব্যর্থ অনেকেই
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে মোট পাঁচটি বিভাগে হতে চলেছে টেবিল টেনিস প্রতিযোগিতা। ১.পুরুষদের সিঙ্গলস, ২.মহিলাদের সিঙ্গলস, ৩. মিক্সড ডবলস, ৪. পুরুষদের দলগত, ৫. মহিলাদের দলগত বিভাগ। ভারত পাঁচটি বিভাগেই প্রতিনিধিত্ব পাঠাচ্ছে।