ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ২৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ৯২ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ভাইস-ক্যাপ্টেন সালমান আলি আগা, ৪৯ বলে ৩০ রান করেন তিনি। অলরাউন্ডার মহম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ২৮ বলে ২৩ রান করে।
পাঁচজন ব্যাটসম্যান – সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক, মহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও আবরার আহমেদ কোনও রানই করতে পারেননি। তাঁরা প্রত্যেকে শূন্য রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফাস্ট বোলার জেডেন সিলস ৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন। এছাড়া স্পিনার গুডাকেশ মোতি ২ জন পাকিস্তানি ব্যাটসম্যানকে আউট করেন এবং একটি চমৎকার ক্যাচ-ও ধরেন।
advertisement
আরও পড়ুন- ভারতের এশিয়া কাপের দল থেকে বাদ ৯ তারকা! পুড়ছে কাদের কপাল? বড় চমক!
মঙ্গলবারের ২০২ রানে পরাজয় পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক লজ্জার দিন বয়ে এনেছে। গত ৫০ বছরে এই প্রথমবার পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০০ রানেরও বেশি ব্যবধানে কোনও ওয়ানডে ম্যাচে হেরেছে। দুই দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ হয়েছিল ১১ জুন, ১৯৭৫, বার্মিংহামে।
এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল ১৫০ রানে। সেই ম্যাচটি হয়েছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে, ২১ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দল পাকিস্তানের মিসবাহ-উল-হকের দলকে ১৫০ রানে হারিয়েছিল।
ওডিআই ক্রিকেটের ইতিহাসে পাকিস্তান মাত্র চারবার ২০০ রানের বেশি ব্যবধানে হেরেছে। পাকিস্তানের ওডিআই ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় ঘটে ২৪ জানুয়ারি, ২০০৯ সালে, লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে পাকিস্তান ২৩৪ রানে পরাজিত হয়েছিল, যা তাদের সবচেয়ে বড় হারের রেকর্ড।