TRENDING:

Operation Sindoor: সেনার সাফল্যে গলা মেলাল ইডেনও! এই প্রথম জাতীয় সঙ্গীত বাজল আইপিএলে

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর জঙ্গিঘাঁটি। আর সেনার এই সাফল্যকে কুর্নিশ জানাতে বুধবারের ম্যাচে ইডেন গার্ডেন্সে ভাঙা হল প্রথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর জঙ্গিঘাঁটি। আর সেনার এই সাফল্যকে কুর্নিশ জানাতে বুধবারের ম্যাচে ইডেন গার্ডেন্সে ভাঙা হল প্রথা। গ্রুপ পর্বের ম্য়াচ হলেও, কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস দ্বৈরথের প্রথম বল গড়ানোর আগে দুই দলের ক্রিকেটারেরা সারিবদ্ধভাবে দাঁড়ালেন। তারপরই ইডেন গার্ডেন্সের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হল, জাতীয় সঙ্গীত গাওয়া হবে। উঠে দাঁড়াল গোটা গ্যালারি। গাওয়া হল জাতীয় সঙ্গীত। গলা মেলালেন মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানেরা।
প্রথা ভেঙে জাতীয় সংগীত বাজল ইডেনে।
প্রথা ভেঙে জাতীয় সংগীত বাজল ইডেনে।
advertisement

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাব প্রদেশের ন’টি লক্ষ্যবস্তুতে আকাশ হামলা চালিয়েছে বায়ুসেনা। জঙ্গিদের প্রশিক্ষণ শিবির, লঞ্চিং প্যাডের পাশাপাশি পাক পঞ্জাবে ধ্বংস করা হয়েছে দুই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদর দফতর— মুরিদকেতে লশকর-এ-ত্যায়বার মাররাজ ত্যায়বা এবং বহাওয়ালপুরে জইশ-এ-মহম্মদের সদর মারকাজ় শুভানআল্লা। পাশাপাশি, পাক পঞ্জাবের শিয়ালকোটে জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান ঘাঁটি মেহমুনা জোয়া রয়েছে এই তালিকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
Operation Sindoor: সেনার সাফল্যে গলা মেলাল ইডেনও! এই প্রথম জাতীয় সঙ্গীত বাজল আইপিএলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল