থানায় ওই কিশোরীর বাবা অভিযোগ দায়ের করেন ৷ ঘটনাটি ঘটেছে গোয়ায় ৷ ওই কিশোরীর অভিযোগ, গত ৬ মাস ধরে তার শ্লিলতাহানি করছেন সুরজিতবাবু ৷ ভিডিওতেও স্পষ্ট ধরা পড়ে ঘরে ঢুকেই কিশোরীর শরীর স্পর্শ করছেন ওই কোচ ৷ পুলিশকে ওই কিশোরী জানায়, গোয়ায় আসার পর থেকেই স্যারের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল ৷ তাই পরিকল্পনা করেই এই ভিডিওটি করেছে সে ৷
advertisement
তবে প্রথমে রিষড়া থানা অভিযোগ নিতে অস্বীকার করেছিল বলে অসন্তোষ প্রকাশ করেন কিশোরীর বাবা ৷ থানা থেকে তাঁদের বলা হয়, গোয়ায় ঘটনা ঘটেছে তাই সেখানে যেন অভিযোগ নথিভুক্ত করা হয় ৷ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে যেতেই নড়েচড়ে বসে রিষড়া থানার পুলিশ ৷
ওই সাঁতারুর পরিবার জানায়, মেয়ের পারর্ম্যান্স ক্রমেই খারাপ হচ্ছিল ৷ জলে নেমেও স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারছিল না সে ৷ এতেই সন্দেহ হয় পরিবারের ৷ মেয়েকে জিজ্ঞাসা করতেই জানা যায় গোটা ঘটনা ৷
দেখুন সেই অভিযুক্ত সুরজিত গঙ্গোপাধ্যায়ের ছবি-
ঘটনার তীব্র প্রতিবাদ করে ও কড়া পদক্ষেপ নেওয়ার অশ্বাস দিয়ে ট্যুইট করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রিড়াপ্রতিমন্ত্রী কিরেণ রিজেজু ৷