এই প্রতিযোগিতা আগামী তিন মাস ধরে কলকাতা পুলিশে বিভিন্ন ডিভিশনে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচ। আর ম্যাচ থেকেই প্রতিভাবান ফুটবলার বাছাইয়ের পর্ব শেষে তাদের বিদেশে প্রশিক্ষণেও পাঠানোর ব্যবস্থা করা হবে কলকাতা পুলিশের তরফে। শনিবার মহামেডান স্পোর্টিংয়ের মাঠে শুভ সূচনা হল এবারের টুর্নামেন্টের।
advertisement
এই অনুষ্ঠান অংশ নেন বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিলের প্রাক্তন তারকা কাফু। ছিলেন তার স্ত্রীও। এছাড়াও মনোজ তিওয়ারি, লিয়েন্ডার পেজ, অ্যালভিটো ডিকুনহার মত তারকা খেলোয়াড়রা। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে অংশ নিতে পেরে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানান কাফু। সস্ত্রীক উপস্থিত কাফুকে সম্বর্ধনা জানানো হয় কলকাতা পুলিশের তরফে।
ব্রাজিলের দুবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তী ফুটবলার কাফুকে কাছ থেকে দেখতে পেয়ে নস্টালজিক হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন,'ব্রাজিলের সমর্থক তিনি, এটা তার কাছে সৌভাগ্য যে কাফুর সাথে তিনি মঞ্চ ভাগ করে নিতে পারলেন। কলকাতা পুলিশের উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন তিনি।'
আরও পড়ুনঃ ৫টি এমন রেকর্ড রয়েছে বিরাট কোহলি, যা অন্যদের পক্ষে ভাঙা অসম্ভব
প্রসঙ্গত, আসন্ন ফুটবল বিশ্বকাপে নেইমারদের চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কাফু। তার কারণ তাঁর মতে ব্রাজিল শুধু নেইমার-নির্ভর নয়। ভিনিসিয়াস জুনিয়র, পাকুয়েতার মতো একাধিক ফুটবলার রয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্য। অনুষ্ঠান শেষে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খোলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী দিনে বিশ্বকাপে ভারতকে খেলতে দেখতে পেলে খুশি হবেন বলে জানালেন কাফু।