খেতাব রক্ষার লড়াই ফ্রান্সের। সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে দিদিয়ের দেশঁর দল। অন্যদিকে মেসির নেতৃত্বে নীল-সাদা ব্রিগেড ৩৬ বছরের খরা কাটানোর স্বপ্ন দেখছে। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
advertisement
এবার ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সবচেয়ে বেশি দেখেছে ভারতীয় মানুষ। ফিফা বিশ্বকাপের উত্তেজনা ভারতের মানুষের কাছে এমন মাত্রায় পৌঁছেছে যে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপটি ভারতে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় দর্শক দেখেছে।
একের পর এক রেকর্ড করেছে জিও সিনেমা। গত তিন সপ্তাহে সব থেকে বেশিবার ডাউনলোড করা হয়েছে জিও সিনেমা। সব থেকে বেশি সংখ্যক ভারতীয় ইউজার জিও সিনেমা ডাউনলোড করেছেন। আইওএস ও অ্যান্ড্রয়েড, দুটি ভার্সনেই সব থেকে বেশিবার ডাউনলোড হয়েছে জিও অ্যাপ।
২০ নভেম্বর থেকে নাম্বার ওয়ান ডাউনলোডেড ফ্রি অ্যাপ জিও সিনেমা। আরও একটি রেকর্ড করেছে জিও সিনেমা। ম্যাচ দেখার নতুন লাইভ এক্সপেরিয়েন্স ইউজারদের দিয়েছে এই অ্য়াপ। এর আগে কখনও হাইপ-মোডে কোনও অ্যাপ খেলা দেখায়নিষ। জিও সিনেমা এবার এই অসাধারণ ফিচার-এ খেলা দেখার সুযোগ দিয়েছিল ইউজারদের।
এবার জিও সিনেমাতে ১০০ মিলিয়ন ইউজার ফুটবল বিশ্বকাপ দেখেেন। এটিও একটি বড়সড় রেকর্ড।
প্রসঙ্গত, ২০২২ সালের এই বিশ্বকাপ দেখলেন সবচেয়ে বেশি সংখ্যক ভারতবাসী। এই প্রথমবার টিভির দর্শকসংখ্যাকে ছাপিয়ে গেল ডিজিটালের দর্শকসংখ্যা। ফিফা বিশ্বকাপের দর্শকসংখ্যা জিও সিনেমাতে ১০০ মিলিয়ন অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। ২০ নভেম্বর থেকে তিন সপ্তাহের জন্য জিও সিনেমা হল সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। iOS এবং অ্যান্ড্রয়েড দুই মিলিয়ে এই তকমা পেল জিও। JioCinema হাইপ মোডের কারণে দর্শকদের লাইভ অভিজ্ঞতা আরও অনেক ভাল হয়েছে।
ওয়েন রুনি, লুইস ফিগো, রবার্ট পিরেস, গিলবার্তো সিলভা এবং সল ক্যাম্পবেল। এই সমস্ত বিশ্বকাপের নায়কদের অল-স্টার রোস্টার দ্বারা সজ্জিত একটি বিশ্বমানের স্টুডিও। Snap Inc. এর সঙ্গে পার্টনারশিপের অভিজ্ঞতা ব্যবহারকারীদের ভয়েস-অ্যাক্টিভেটেড এআর লেন্সের আগে কখনো দেখা যায়নি। মাহিন্দ্রার সঙ্গে একটি কনটেন্ট সিরিজ তৈরি করা হয়েছে যেখানে ভারতে ফুটবলের অনাগত নায়কদের উদযাপন করা হয়েছে। Viacom18 স্পোর্টসের বিশ্বকাপের উপস্থাপনায় সঙ্গে যোগ দিয়েছে অসংখ্য ব্র্যান্ড। রয়েছে ই-কমার্স, ব্যাংকিং, আর্থিক পরিষেবা, অটো, ফ্যাশন, আতিথেয়তা এবং ফিনটেক-সহ ৫০ টিরও বেশি ব্র্যান্ড।