TRENDING:

বিশ্বকাপ জেতার আগেই হাতের মুঠোয় বিশ্বকাপ, ট্রফি নিয়েই ঘুরছেন নেইমার

Last Updated:

খবর, সুস্থ নেইমার মাঠে নামছেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেই। নম্বর নাইনের ক্যামব্যাকের খবরে উচ্ছ্বসিত ব্রাজিল শিবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: বিশ্বকাপ জেতার আগেই হাতের মুঠোয় বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়েই ঘুরছেন নেইমার। সোশ্যাল মিডিয়া নেইমারের বেশ কয়েকটা ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে নেইমারের হাতে থাকা মোবাইলে স্ক্রিনে বিশ্বকাপ ট্রফির ছবি। প্রতিমুহূর্তে সেই ছবিটাই চোখের সামনে দেখছেন নেইমার।
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আসলে নিজের টার্গেট যে একেবারে ফিক্সড করে এসেছেন কাতারে। যদিও একদিন আগেও বিশ্বকাপে নেইমার নেই, না আছেন! এ নিয়ে বড় অঙ্কের বেটিং চলছে। তবে জল্পনার মাঝেই রবিবার ব্রাজিল শিবিরের আপডেট পাওয়া গেছে। খবর, সুস্থ নেইমার মাঠে নামছেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেই। নম্বর নাইনের ক্যামব্যাকের খবরে উচ্ছ্বসিত ব্রাজিল শিবির। আসলেই বিগত এক সপ্তাহ ধরে একটাই নাম ঘুরে ফিরে আসছিল ব্রাজিল শিবিরে। নেইমার। কবে মাঠে ফিরবেন নেইমার ? বিশ্বকাপে কি আর নেই নেইমার? দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কি প্রি-কোয়ার্টারে মাঠে নামতে পারবেন নেইমার ?

advertisement

ব্রাজিল টিম ম্যানেজমেন্টের কাছে একটি ইস্যুতেই প্রশ্নবাণ ধেয়ে আসছিল। কবে ফিরবেন নম্বর নাইন। ক্যামেরুনের কাছে নিয়মরক্ষা ম্যাচে লজ্জার হারের পরে প্রশ্নের তীব্রতা আরও বেড়েছিল। রিজার্ভ বেঞ্চের পরীক্ষায় পাশ মার্ক তুলতে পারেননি তিতে। আফ্রিকার কোনও দেশের কাছে প্রথমবার হারতে হয়েছিল। তাই সুপারস্টারের ক্যামব্যাকের প্রহর গোনা শুরু ব্রাজিল শিবির জুড়ে। শনিবার থেকে অনুশীলন শুরু করেছেন। রবিবার ম্যাচের আগের দিন একেবারে চেনা ছন্দে ধরা দিয়েছেন। অনুশীলনের নেমেই গোল পেয়েছেন নেইমার। অনুশীলনে দেখে একবারও বোঝার উপায় নেই সবেমাত্র চোর থেকে ফিরেছেন তিনি। তবে নেইমার যে ফিরতে চলেছেন, সেটা ক্যামেরুন ম্যাচে নিঃশব্দে আপডেট দিয়েছেন তিতে।

advertisement

আরও পড়ুন- বছরের সঙ্গে বদলাবে ভাগ্যও, মঙ্গলের গোচর কোন সুফল আনছে জীবনে?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ম্যাচ শুরুর আগে বল পায়ে কিছুটা গা গরম করেছিলেন। এইভাবে দর্শকদের সামনে বল পায়ে হাজির করানোটা বড় স্টেটমেন্ট তো ছিল বটেই। তিতের নির্দেশেই নেইমারের ফিটনেস ট্রেনিং করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছিল। তারপর থেকেই কামব্যাকের জল্পনা বেড়েছে। ‘রেড ড্রাগন’-দের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে নেইমারের সুস্থ হয়ে ওঠার খবরে চনমনে গোটা ব্রাজিল। কাতারের খবর, মাঠে নামতে তৈরি নম্বর নাইন। নেইমার-হীন ব্রাজিল ইতিমধ্যেই হোঁচট খেয়েছে। বিশ্বজয়ের হেক্সা অভিযানে নামা ব্রাজিল আর রিস্ক নিতে রাজি নয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ জেতার আগেই হাতের মুঠোয় বিশ্বকাপ, ট্রফি নিয়েই ঘুরছেন নেইমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল