প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এশীয় শক্তি সৌদি। দেশের রাজার কাছ থেকে গাড়ি পুরস্কার পেয়েও উচ্ছ্বসিত গোটা দল। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে দলকে মাটিতে পা ফেলে তলার কথা বলেছেন সৌদির কোচ। আক্রমণাত্মক লড়াকু ফুটবল খেলেই পোল্যান্ডকে মাত দেওয়ার ছক কষছেন হার্ভে রেনার্ডের দল।
প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন সালহে আলশেহির ও সালেম আলদাওসারি। এছাড়াও ভালো ফুটবল খেলেছিলেন কান্নো, আল ফারাজ, আল বুরাইকানরা। বিশেষ করে তেকাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মহম্মদ আলোওইজ। কোনও কিছু না হারানোর ভাবনা নিয়েই আরও একবার নিজেদের সেরাটা উজার করে দিতে তৈরি সৌদি আরব।
advertisement
অপরদিকে, প্রথম ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পোল্যান্ড। পেনাল্টি থেকে গোল করার সুযোগও পেয়েও তা নষ্ট করেছেন দলের নাম্বারওয়ান তারকা রবার্ট লেওনডস্কি। ফলে সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে চাপে রয়েছে পোল্যান্ডও। জয় ছাড়া উপায় নেই পোলিশদের। আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ম্যাচে নামাপ আগে সৌদি আরবের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাপাতে চলেছে লেওনডস্কিরা।
আরও পড়ুনঃ গ্রুপ নয় যেন ফাইনাল ম্যাচ, মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে যুদ্ধ জয়ের প্রস্তুতি আর্জেন্টিনা শিবিরে
প্রসঙ্গত, মধ্য রাতে আর্জেন্টিনা মাঠে নামলেও এই ম্যাচের ফলাফলও গুরুত্বপূর্ণ নীল-সাদা ব্রিগেডের কাছে। সি গ্রুপ থেকে এখনও প্রতিটি দলেরই পরের রাউন্ডে যাওয়ার আশা রয়েছে। তাই প্রতিটি দলের খেলার উপরই নজর রাখছে সব দল।