আসলে ফুটবল একটি দারুণ জনপ্রিয় খেলা৷ ফিফা বিশ্বকাপের উন্মাদনা তাই ছেয়ে রয়েছে৷ এরই মধ্যে কেরলের Samastha Kerala Jem Iyyathul Khutba committee লোকের মধ্যে বাড়তে থাকা এই ফুটবল নেশা নিয়ে সচেতন হওয়ার বার্তা দিয়েছে৷ সমিতি জানিয়েছে গভীর রাতে হওয়া ফুটবল ম্যাচের কারণে নমাজ পাঠ কোনওভাবেই যেন মিস না হয়ে যায়৷ শুক্রবার মসজিদে ধর্মোপদেশ দেওয়ার সময় এই সংগঠনের এই ফতোয়ায় বিবাদ তৈরি হয়েছে৷
advertisement
আরও পড়ুন - ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা
টাইমস অফ ইন্ডিয়ার এক খবর অনুযায়ী এই বয়ানে নিজের মত দিতে গিয়ে কেরলের শিক্ষামন্ত্রী বি শিবনকুট্টি জানিয়েছেন , ‘‘কোনও মানুষেরই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই৷ তিনি আরও বলেন এই সিদ্ধান্ত নেওয়া মানুষের অধিকারের মধ্যে পড়ে যে সে ম্যাচ দেখবে না দেখবে না৷ গান শুনবে না বই পড়বে৷ কারোর এই বিষয়ের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করার কোনও অধিকার নেই৷ ’’
আরও পড়ুন - Mamata and Suvendu: বিধানসভায় মমতার ঘরে শুভেন্দু, কী বলছে বঙ্গ পদ্ম শিবির
তিনি আরও বলেছেন, ‘‘Samastha Kerala Jem Iyyathul Khutba committee অধিকার রয়েছে তারা সচেতনা প্রসার করতে পারে৷ কিন্তু এটাও মানুষের অধিকার তাঁরা সেটা মানবেন, না মানবেন না৷ ’’
এই কমিটি রাস্তায় ও গোয়াতে বড় বড় ফুটবল কাটআউট দেখিয়ে তার দিকে ইশারা করে বলে , যাদের খুব একটা রোজগার নেই তারা আজেবাজেভাবে পয়সা খরচ করছে৷’’ উল্লেখযোগ্যভাবে কাতারের বিশ্বকাপ ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আর তা শেষ হবে ১৮ ডিসেম্বর৷ ৩২ টি দেশ ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইতে নেমেছে৷