TRENDING:

FIFA World Cup 2022: ফুটবলের নেশায় বুঁদ! ‘নমাজ পড়তে ভুলো না’ সতর্ক করল ইসলামিক সংগঠন

Last Updated:

 এই কমিটি রাস্তায় ও গোয়াতে বড় বড় ফুটবল কাটআউট দেখিয়ে তার দিকে ইশারা করে বলে , যাদের খুব একটা রোজগার নেই তারা আজেবাজেভাবে পয়সা খরচ করছে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুবনন্তপুরম: সারা পৃথিবী এই সময় ফুটবল ওয়ার্ল্ড কাপে বুঁদ হয়ে আছে৷ নিজের দেশ বিশ্বকাপে খেলুক বা না খেলুক সকলেই এই জ্বরে কাঁপছে৷ ৪ বছরে একবার আসে বিশ্ব ফুটবলের এই মহা সমারোহ তাই তাঁর আনন্দ কোনওভাবে যেন মিস না হয়ে যায় তাই নিয়ে সকলে মশগুল৷ এর মধ্যেই কেরলের একটি ইসলামিক সংগঠন ফতোয়া জারি করেছে৷ যা নিয়ে শুরু হয়েছে বিবাদ৷
 islamic organization from kerala warns about the intoxication of football said do not forget namaz
islamic organization from kerala warns about the intoxication of football said do not forget namaz
advertisement

আসলে ফুটবল একটি দারুণ জনপ্রিয় খেলা৷ ফিফা বিশ্বকাপের উন্মাদনা তাই ছেয়ে রয়েছে৷ এরই মধ্যে কেরলের  Samastha Kerala Jem Iyyathul Khutba committee লোকের মধ্যে বাড়তে থাকা এই ফুটবল নেশা নিয়ে সচেতন হওয়ার বার্তা দিয়েছে৷ সমিতি জানিয়েছে গভীর রাতে হওয়া ফুটবল ম্যাচের কারণে নমাজ পাঠ কোনওভাবেই যেন মিস না হয়ে যায়৷ শুক্রবার মসজিদে ধর্মোপদেশ দেওয়ার সময় এই সংগঠনের এই ফতোয়ায় বিবাদ তৈরি হয়েছে৷

advertisement

আরও পড়ুন -  ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা

টাইমস অফ ইন্ডিয়ার এক খবর অনুযায়ী এই বয়ানে নিজের মত দিতে গিয়ে কেরলের শিক্ষামন্ত্রী বি শিবনকুট্টি জানিয়েছেন , ‘‘কোনও মানুষেরই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই৷ তিনি আরও বলেন এই সিদ্ধান্ত নেওয়া মানুষের অধিকারের মধ্যে পড়ে যে সে ম্যাচ দেখবে না দেখবে না৷ গান শুনবে না বই পড়বে৷ কারোর এই বিষয়ের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করার কোনও অধিকার নেই৷ ’’

advertisement

আরও পড়ুন -  Mamata and Suvendu: বিধানসভায় মমতার ঘরে শুভেন্দু, কী বলছে বঙ্গ পদ্ম শিবির

তিনি আরও বলেছেন, ‘‘Samastha Kerala Jem Iyyathul Khutba committee অধিকার রয়েছে তারা সচেতনা প্রসার করতে পারে৷ কিন্তু এটাও মানুষের অধিকার তাঁরা সেটা মানবেন, না মানবেন না৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই কমিটি রাস্তায় ও গোয়াতে বড় বড় ফুটবল কাটআউট দেখিয়ে তার দিকে ইশারা করে বলে , যাদের খুব একটা রোজগার নেই তারা আজেবাজেভাবে পয়সা খরচ করছে৷’’ উল্লেখযোগ্যভাবে কাতারের বিশ্বকাপ ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আর তা শেষ হবে ১৮ ডিসেম্বর৷ ৩২ টি দেশ ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইতে নেমেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
FIFA World Cup 2022: ফুটবলের নেশায় বুঁদ! ‘নমাজ পড়তে ভুলো না’ সতর্ক করল ইসলামিক সংগঠন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল