এই বিষয়টি ভালোভাব নেয়নি ইরানের সরকার।এরপরব ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পসের তরফ থেকে ফুটবলারদের জানিয়ে দেওয়া দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে খেলতে নেমে তারা যদি জাকীয় সঙ্গীতে গলা না মেলান তাহলে বিপদে পড়তে পারে তাদের পরিবার। ওয়েলস ম্যাচে জাতীয় সঙ্গীত গান ইরানের ফুটবলাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬-২ গোলে হারার পর ওয়েলসের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচত জিতে বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশাও জিইয়ে রেখেছে ইরান।
advertisement
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার হাতছানি। এমন পরিস্থিতিতে দেশের সরকার জাতীয় দলকে উজ্জীবিত করার বার্তা দিয়ে থাকে। কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তেহরান শাসনের বিরুদ্ধে কোনও রকম রাজনৈতিক প্রতিবাদ তাঁদের আচরণে ধরা পড়ে, তবে দেশে তাঁদের পরিবার বিপদে পড়বে। জাতীয় সঙ্গীতের সময় যাতে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি না হয় সেটাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ মেসির প্রতি এদেশের প্রেমের প্রতিদান, গায়ে ভারতের পতাকা নিয়ে খেলা দেখলেন আর্জেন্টিনার তরুণী
জানা গিয়েছে, আমেরিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে ইরানের ফুটবলারদের আচরণের উপর নজর রাখবে সরকার। সরকার-বিরোধী আচরণ দেখলেই ফুটবলারদের পরিবারের উপর শুরু হবে অত্যাচার। তবে যাবতীয় হুমকিকে উপেক্ষা করেই ইরান ফুটবল দলের লক্ষ্য বিশ্বমঞ্চে নয়া ইতিহাস তৈরি করার। আমেরিকাক হারাতে পারলেও শেষ ষোলোর টিকিট পাকা হয়ে যাবে। ফলে সেটাই এখন পাখির চোখ ইরান ফুটবল দলের।