এদিন নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জেতে পর্তুগাল (Portugal vs North Macedonia) ৷ ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ৷ ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা৷ এরপর ৬৫ মিনিটে ফের গোল , এবারেও গোলদাতা ব্রুনোই (Bruno Fernandez)৷
এদিন পোর্তোর ড্রাগাও স্টেডিয়ামে পর্তুগাল ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে৷ দর্শক হাজির ছিলেন ৫০ হাজার দর্শক৷ নর্থ ম্যাসিডোনিয়ার আঁটোসাঁটো রক্ষণ ভেঙে গোল করে ম্যাচ জেতে পর্তুগাল৷ এদিনের ম্যাচে বল পজেশন ছিল ৭০ শতাংশ কিন্তু তিনটি শট মাত্র গোলমুখী৷
advertisement
আরও পড়ুন - Viral News: চাই অনেক টাকা, বউকে না জানিয়ে ‘Sperm’ বিক্রির কাজে স্বামী
ফার্নান্দেজ খেলার ৩২ মিনিটে গোল করেন তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiao Ronaldo) ওয়ান -টু করছিলেন৷ নিজের বেস্টফ্রেন্ডের পাস থেকে গোল করে যান ফার্নান্দেজ৷
২৭ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার পর্তুগালের জয় নিশ্চিত করে দেন ৬৫ মিনিটে৷ দিয়েগো জোটার- ক্রস থেকে একটি ক্লোজ রেঞ্জ ভলিতে স্কোরালাইন করে দেন ২-০৷
ফার্নান্দো স্যান্টোসের দল বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ার পর মাঠেই উচ্ছ্বাসে ভেসে যান৷ ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট অবধি সেলিব্রেশন চলে৷ যখন দর্শকরাও সব স্ট্যান্ডেই দাঁড়িয়ে ছিলেন৷ প্লেয়াররা পর্তুগালের জাতীয় পতাকা নিয়ে ভিকট্রি ল্যাপ দেন৷
২০১৬ তে ফ্রান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল(Portugal)৷ এই নিয়ে তারা টানা ছবার বিশ্বকাপের (World Cup 2022) মূলপর্বে খেলবে৷ শেষ ২০ বছরের কোনও সেরা আন্তর্জাতিক ইভেন্ট মিস করেনি পর্তুগাল৷ এবারের বিশ্বকাপের টিকিটের জন্য তাদের প্লে অফের ওপর ভরসা করতে হয়েছিল৷ কারণ গ্রুপ এ থেকে তারা দ্বিতীয় স্থানে শেষ করেছিল৷ গত নভেম্বরে সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল৷
তাই তাদের পরপর দুটি এলিমিনেশন গেমে জিততেই হত৷ গত সপ্তাহে তারা টার্কিকে হারায়৷ এবার নর্থ ম্যাসিডনিয়ার (Portugal vs North Macedonia) বিরুদ্ধে ২-০ গোলে জিতল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiao Ronaldo) পর্তুগাল৷