TRENDING:

WC Qualifier: ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল, বিশ্বকাপে থাকছে রোনাল্ডোর পর্তুগাল

Last Updated:

Fifa World Cup 2022: বিশ্বকাপে থাকছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, দেখে নিন পর্তুগাল বনাম নর্থ ম্যাসিডনিয়া ম্যাচের গোলগুলি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পোর্তো: বিশ্বকাপে (WC Qualifier) যেতে গেলে নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততেই হত ক্রিশ্চায়ানো রোনাল্ডোর (Cristiao Ronaldo) পর্তুগালকে (Portugal vs North Macedonia)৷ আর কোনও ভুলচুক না করে নাছোড় প্রতিপক্ষের বিরুদ্ধে জোড়া গোল দেগে দলকে কাতার বিশ্বকাপ ২০২২ এ (World Cup 2022) পৌঁছে দিলেন ব্রুনো ফার্নান্দেজ (Bruno Fernandez)৷  আগেই বিশ্বকাপে পৌঁছতে পারেন ইউরোপিয়ান ফুটবল জায়ন্ট ইতালি আরও একটা হেভিওয়েটের নাম কাটা যাবে কিনা? কিন্তু মঙ্গলবার গভীর রাতের খেলায় একেবারেই ভুল করেনি পর্তুগাল (Portugal)৷
Cristiano Ronaldo's Portugal qualify for world cup- Photo-AP
Cristiano Ronaldo's Portugal qualify for world cup- Photo-AP
advertisement

এদিন নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জেতে পর্তুগাল (Portugal vs North Macedonia) ৷ ম্যাচের ৩২ মিনিটে প্রথম  গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ৷ ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা৷ এরপর ৬৫ মিনিটে ফের গোল , এবারেও গোলদাতা ব্রুনোই (Bruno Fernandez)৷

এদিন পোর্তোর ড্রাগাও স্টেডিয়ামে পর্তুগাল ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে৷ দর্শক হাজির ছিলেন ৫০ হাজার দর্শক৷ নর্থ ম্যাসিডোনিয়ার আঁটোসাঁটো রক্ষণ ভেঙে গোল করে ম্যাচ জেতে পর্তুগাল৷ এদিনের ম্যাচে বল পজেশন ছিল ৭০ শতাংশ কিন্তু তিনটি শট মাত্র গোলমুখী৷

advertisement

আরও পড়ুন - Viral News: চাই অনেক টাকা, বউকে না জানিয়ে ‘Sperm’ বিক্রির কাজে স্বামী

ফার্নান্দেজ খেলার ৩২ মিনিটে গোল করেন তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো  (Cristiao Ronaldo) ওয়ান -টু করছিলেন৷ নিজের বেস্টফ্রেন্ডের পাস থেকে গোল করে যান ফার্নান্দেজ৷

২৭ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার পর্তুগালের জয় নিশ্চিত করে দেন ৬৫ মিনিটে৷  দিয়েগো জোটার- ক্রস থেকে  একটি ক্লোজ রেঞ্জ ভলিতে স্কোরালাইন করে দেন ২-০৷

advertisement

ফার্নান্দো স্যান্টোসের দল বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ার পর মাঠেই উচ্ছ্বাসে ভেসে যান৷ ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট অবধি সেলিব্রেশন চলে৷ যখন দর্শকরাও সব স্ট্যান্ডেই দাঁড়িয়ে ছিলেন৷ প্লেয়াররা পর্তুগালের জাতীয় পতাকা নিয়ে ভিকট্রি ল্যাপ দেন৷

২০১৬ তে ফ্রান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল(Portugal)৷ এই নিয়ে তারা টানা ছবার বিশ্বকাপের (World Cup 2022)  মূলপর্বে খেলবে৷ শেষ ২০ বছরের কোনও সেরা আন্তর্জাতিক ইভেন্ট মিস করেনি পর্তুগাল৷ এবারের বিশ্বকাপের টিকিটের জন্য তাদের প্লে অফের ওপর ভরসা করতে হয়েছিল৷ কারণ গ্রুপ এ থেকে তারা দ্বিতীয় স্থানে শেষ করেছিল৷ গত নভেম্বরে সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাই তাদের পরপর দুটি এলিমিনেশন গেমে জিততেই হত৷ গত সপ্তাহে তারা টার্কিকে হারায়৷ এবার নর্থ ম্যাসিডনিয়ার (Portugal vs North Macedonia)  বিরুদ্ধে ২-০ গোলে জিতল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর  (Cristiao Ronaldo) পর্তুগাল৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
WC Qualifier: ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল, বিশ্বকাপে থাকছে রোনাল্ডোর পর্তুগাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল