TRENDING:

ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু সুইজারল্যান্ডের, কিন্তু গোল করেও উৎসবে মাতলেন না এমবোলো

Last Updated:

কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন ম্যাচ। ১-০ গোলে জয় পেল সাকেরি, ভার্গাস, জাকারা। ম্যাচে সুইসদের হয়ে গোল করে জয়ের নায়ক ব্রিল এমবোলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আল জানাব স্টেডিয়াম: বিশ্বকাপে গ্রুপ জি-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইজারল্যান্ড। ১-০ গোলে এল জয়। ব্রিল এমবোলোর করা দ্বিতীয়ার্ধের গোলে জয় পেল মুরাত ইয়াকিনের ছেলেরা। ম্যাচ জিতলেও ইউরোপীয় দলের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিল ক্যামেরুন। একাধিক সুযোগ নষ্ট না করলে খেলার ফল অন্যরকম হতেই পারত।
advertisement

এদিন সুইজারল্যান্ড বনাম ক্যামেরুনের ম্যাচ হাড্ডাহাড্ডিভাবেই শুরু হয়। গতিশীল ফুটবল খেললেও দুই দলই রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার রণনীতি নেয়। ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল মুরাত ইয়াকিন ও রিগোবার্ট সংয়ের দল। কিন্তু প্রথম ৪৫ মিনিটে কেউই গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আসে কাঙ্খিত গোল।

ডান প্রান্ত থেকে আক্রমণ গড়ে তোলে সুইস উইঙ্গাররা। সেখান থেকে বক্সের ভিতর বাড়ানো পাস থেকে গোল করতে কোনও ভুল করেননি ব্রিল এমবোলে। এরপর গোল শোধ করার জন্য মরিয়া চেষ্টা করে ক্যামেরুন। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও জালে বল জড়ালে সুইস জমাটি রক্ষণ ভাঙতে সামর্থ হয়নি ক্যামেরুনের অ্যাটাকিং লাইন। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে সাকেরি, ভার্গাস, জাকারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ম্যাচে গোল পেলেও কিন্তু আনন্দে মাতেননি এমবোলো। দলের সবাই যখন উচ্ছ্বাস প্রকাশ করছেন তখন পুরোপুরি চুপ এমবোলো। কারণ নিজের জন্মভূমির বিরুদ্ধেই গোল করেছেন সুইস তারকা। ১৯৯৭ সালে সে দেশে জন্ম নিলেও এখন সুইৎজ়ারল্যান্ডের বাসিন্দা তিনি। ২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান তিনি। তাই বিশ্বকাপে প্রথম গোল হলেও জন্মভূমিকে সম্মান জানাতে আনন্দ প্রকাশ করেননি এমবোলো।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু সুইজারল্যান্ডের, কিন্তু গোল করেও উৎসবে মাতলেন না এমবোলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল