মেক্সিকো ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সৌদি ম্যাচের পরের দিন প্রখর রোদে দলকে অনুশীলন করিয়েছেন তিনি। এছাড়াও প্রথম ম্যাচের যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন ফুটবলাররা। দলের সঙ্গে আলাদা করে কথা বলে পেপ টক দিয়েছেন মেসিও। দ্বিতীয় ম্যাচ থেকে আর্জেন্টিনা যে ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী স্কালোনি ও মেসি।
advertisement
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেছেন,'যখন পরিস্থিতি নকআউটের মতো হয়ে যায়, তখন জেগে উঠতেই হয়। আমার দলের ছেলেরা যথেষ্ট যোগ্য সেটা করে দেখানোর জন্য। আমরা খেলার ধরন হয়তো কিছু পরিবর্তন করব। প্রথম একাদশেও পরিবর্তন করতে পারি। তবে যে ভাবে খেলছি, সে ভাবেই খেলব আমরা। আমার দল সব কিছু করার জন্য প্রস্তুত।'
প্রথম ম্যাচে সামান্য কিছু ভুলের জন্য হারতে হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। মেক্সিকো ম্যাচকে যে তারা ফাইনালের মত দেখছেন সেই কথাও জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেছেন,'মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ'।
আরও পড়ুনঃ ডু অর ডাই ম্যাচে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ, ভরসা সেই ১০ নম্বর জার্সিধারীর বাঁ পায়ের জাদু
অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত মেক্সিকো। বিশ্বকাপে বরাবরই আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলেছে ওচোয়ারা। এবারও আক্রমণাত্মক ফুটবল খেলেই মেসির দলকে মাত দেওয়ার ঘুঁটি সাজাচ্ছেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। এর আগে আর্জেন্টিনা ও বার্সোলানায় কোচিং করিয়েছেন তিনি। মেসি ও তার দলকে সম্পর্কে ওয়াকিবহাল টাটা মার্টিনো। ফলে লড়াইটা সহজ হবে না আর্জেন্টিনার কাছে। তবে মেসির দলের প্রশংসা করে মেক্সিকোর কোচ বলেছেন, জিততে হলে সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে আমাদের।