বিশ্বকাপ জয়ের বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন লিওনেল মেসি। সেই কোনও প্লেয়ারের শেয়ার করা সবচেয়ে বেশি লাইক করা পোস্ট হয়ে গিয়েছে। যা ছাপিয়ে গিয়েছে বিশ্বকাপের আগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখোমুখি দাবা খেলার ছবির লাইকের সংখ্যাকে। এতদিন সেটিই সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট ছিল। যেই পোস্টে এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি লাইক পড়ে গিয়েছে।
advertisement
পোস্টে মেসি লিখেছেন,'এই দিনটা,'এই মুহূর্তটার জন্য আমি বারবার স্বপ্ন দেখেছি। এখনও বিশ্বাস হচ্ছে না এটা বাস্তব। আমাদের ওপর যারা ভরসা রেখেছে, যারা সমর্থন করেছে, আমাদের পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের সবার দলগত প্রচেষ্টায় বিশ্বকাপ জেতা সম্ভব হল, যা যে কোনও ব্যক্তি প্রচেষ্টার চেয়ে অনেক বড়। আমরা সব আর্জেন্টিনা বাসী একসঙ্গে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছি। একসঙ্গে দেখা স্বপ্নটা অনেক শক্তি পেয়েছে। আমরা আর্জেন্টিনিয়রা প্রমাণ করলাম, একসঙ্গে লড়লে সব কিছু সম্ভব।'
আরও পড়ুনঃ পরের বিশ্বকাপেও খেলবেন মেসি! স্কালোনির মন্তব্যে আশার আলো
প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে ম্যাচের প্রথমার্ধে মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। নির্ধারিচ সময়ে খেলার স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের লিড পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ফের ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। নিজের হ্যাটট্রিকও পূরণ করেন। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।