গোটা দেশ তাই যেন এক দুর্গ, বাকি বিশ্বের সাথে যোগাযোগ এখানে থেমে যায়। কিন্তু এই দেশেই ফুটবল বিশ্বকাপ আয়োজন করার কথা ভাবছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনো। তিনি বললেন, একমাত্র বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণই পরিবর্তন আনতে সক্ষম। বহু সমালোচিত কাতার বিশ্বকাপের উদ্বোধনের আগে সাংবাদিক সন্মেলনে ঐতিহাসিক বার্তা দিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনো।
advertisement
কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছিল অনেক সমালোচনা। বিশ্বকাপের স্টেডিয়ামের তৈরির জন্য বিদেশ থেকে আসা শ্রমিকদের অনেকের মৃত্যু হয়েছে এবং নিরুদ্দেশও হয়েছেন অনেকে, এই নিয়ে ফিফার দিকে অভিযোগ উঠেছিল অনেক। তারপর কাতারে নারীদের পোশাক এবং মদ্যপান নিয়ে নিষেধাজ্ঞা তৈরি করেছে আরো সমালোচনা।
ফিফা সভাপতি সাক্ষাৎকারে এই সব সমালোচনার জবাব দিলেন। তার সাথে ঘোষণা করলেন এক ঐতিহাসিক পরিকল্পনা, উত্তর কোরিয়ায় বিশ্বকাপ আয়োজন। ফিফা সভাপতি দাবি করলেন তিনি আগে উত্তর কোরিয়াতে গেছেন এবং সেখানে বিশ্বকাপ আয়োজন করার মতো পরিকাঠামো আছে কিনা দেখে গেছেন।
দক্ষিণ কোরিয়াতে মহিলা বিশ্বকাপ আয়োজন করা হবে এবং সেখানে উত্তর কোরিয়াকেও আয়োজন করার প্রস্তাব দিয়েছেন। ইনফান্টিনো বলছেন, ফিফা একটি বিশ্বব্যাপী ফুটবল সংস্থা। আমরা ফুটবল প্রিয় মানুষ, রাজনীতিবিদ না তাই আমরা সবাইকে একসাথে আনতে চাই। সব দেশের বিশ্বকাপ আয়োজন করার অধিকার আছে, এমনকি উত্তর কোরিয়ারও… আমি উত্তর কোরিয়া গিয়ে জিজ্ঞেস করেছিলাম তারা মহিলা বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক কিনা।
তারা প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু আমি আরো ১০০০ বার জিজ্ঞেস করব। এর আগে ফিফায় উত্তর কোরিয়া নিয়ে বিতর্ক হয়েছিল যখন উত্তর কোরিয়ার এক প্রতিনিধি বিশ্বকাপ আয়োজক দেশ বাছাইয়ের সভায় টাকার বান্ডিল ছুড়ে মেরেছিল।