TRENDING:

পাকিস্তানের পর এবার ভারত! ফিফার নির্বাসনের তালিকায় আর কোন দেশ রয়েছে, জানেন?

Last Updated:

Fifa bans AIff: পাকিস্তানের সঙ্গে একই তালিকায় ভারত! লজ্জার আর শেষ নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিরবাসনের খাঁড়া ভারতয়ীয় ফুটবলে। ফিফার নির্বাসন ভারতীয় ফুটবলকে পিছিয়ে দিল আরো কয়েক বছর। ভারতীয় ফুটবল দলকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। এই নির্বাসন উঠলেও ভারতীয় ফুটবলের যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে।
advertisement

‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। সুপ্রিম কোর্টের নিয়োজিত কমিটি ফেডারেশনের দায়িত্ব নেওয়াতেই যাবতীয় জটিলতা। ভারত সফরে এসে ফিফার প্রতিনিধি দল এআইএফএফকে নির্বাচনের নির্ধারিত সময় বেঁধে দিয়েছিল। তবে সেই সতর্কবার্তা ফেডারেশন কর্তাদের কানে পৌঁছয়নি।

আরও পড়ুন- Indian football : একমাত্র পথ দ্রুত নির্বাচন! নির্বাসন তোলার জোড়া শর্ত জানিয়ে দিল ফিফা

advertisement

আপাতত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীরা কোনও আন্তর্জাতিক ম্যাচেও খেলতে পারবেন না। তবে এই নির্বাসনের খাঁড়া এর আগেও একাধিক দেশের উপর ঝুলেছে। সম্প্রতি পাকিস্তানের ফুটবল সংস্থাকেও  নির্বাসিত করেছিল ফিফা। সেই নির্বাসন অবশ্য উঠে গিয়েছে মাস দেড়েক আগে।

২০০৯-তে ইরাককে ব্যান করেছিল ফিফা। ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশন-এ হস্তক্ষেপ করেছিল তাদের দেশের অলিম্পিক্স কমিটি। তাই তাদের ব্যান করেছিল ফিফা।

advertisement

২০১১ সালে বসনিয়ার ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। ফিফার নিয়ম মেনে বসনিয়া ফুটবল সংস্থার কমিটি গঠন হয়নি। অভিযোগ ছিল এমনই।

নাইজেরিয়াকে ২০১৪ সালে নির্বাসিত করেছিল ফিফা। নাইজেরিয়ার এক স্থানীয় আদালত সে দেশের এক আমলাকে ফুটবল ফেডারেশন চালানোর নির্দেশ দিয়েছিল। পরে আদালত নির্দেশ প্রত্যাহার করায় নির্বাসন উঠে যায়।

২০১৬ সালে গুয়েতেমালা এবং কুয়েতকে নির্বাসিত করা হয়েছিল ফিফার তরফে। দুর্নীতির অভিযোগ ছিল এই দুই দেশের ফুটবল কর্তাদের বিরুদ্ধে।

advertisement

২০২১ সালে পাকিস্তানকে ব্যান করেছিল ফিফা। ফিফার নিয়োগ করা কমিটির থেকে ক্ষমতা দখল করেছিলে পাকিস্তান ফুটবলের কিছু কর্তা।

আরও পড়ুন- Viral Video: চেয়ার কাঁধেই ময়দান ছাড়লেন ইংল্যান্ডের ক্রিকেটাররা! কিন্তু কেন এমন ঘটল?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১০ সালে অল্পের জন্য ফিফার নির্বাসন থেকে রক্ষা পেয়েছিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ফুটবল সংস্থায় নিজস্ব কমিটি নিয়োগ করেছিল। তাতেই চটে যায় ফিফা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানের পর এবার ভারত! ফিফার নির্বাসনের তালিকায় আর কোন দেশ রয়েছে, জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল