ভাইচুং ভুটিয়ার হয়ে পিটিশন ফাইল করেছেন অ্যাডভোকেট পূর্ণিমা কৃষ্ণা৷ তাঁর আবদনে তিনি বলেছেন, ‘‘এআইএফএফ এবং বিশেষত ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য যা পদক্ষেপ নেওয়ার কথা তা ফিফার চাপের কারণে মুক্তিপণ হিসেবে গন্য করে উন্নয়নকে আটকে রাখা যাবে না৷
পিটিশনে আরও বলা হয়েছে , ‘‘ বর্তমান ব্যবস্থাতেই ফিরলে স্বার্থাণ্বেষী ব্যক্তিরা আরও ৪ বছরের জন্য এআইএফএফ-এর দমবন্ধ করে রাখতে পারবে এবং এর ফলে খেলাধুলোরর অপূরণীয় ক্ষতি হবে।’’
advertisement
আরও পড়ুন - Ajker Weather Update: প্যাচপ্যাচে গরমে নাজেহাল, বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রইল ওয়েদার আপডেট
তাঁর পিটিশনে তিনি আরও বলেছেন, ‘‘আমি ভারতীয় দলের হয়ে ৭ বছর ধরে ১০০-র বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছি৷ খারাপ অভিসন্ধি নিয়ে আমার মতো কোনও প্লেয়ারই প্রশাসনের অংশ হতে চাইবে না৷ আমি এই পিটিশন শুধু এই জন্যে ফাইল করেনি যে আমি নিজে প্রেসিডেন্ট হতে চাই৷’’
আরও পড়ুন - 'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' কলকাতায় জোড়া ফুলের নয়া পোস্টার নিয়ে কটাক্ষ পদ্ম ফুল শিবিরের
মামলার আবেদনে বাইচুং বলেছেন, COA-এর তৈরি করা সংবিধানকে এআইএফএফ-এর নতুন বিধি হিসেবে মেনে নেওয়া উচিত। তাঁর যুক্তি, নতুন সংবিধানটি বর্তমানে সময় উপযোগী। শুধু তাই নয় এই সংবিধান প্রাক্তন খেলোয়াড়দের প্রতি যথেষ্ট সংবেদনশীল।সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের নতুন আবেদন। ২৩ অগাস্টের মধ্যে CoA-র সংবিধানের কপি জমি দিতে বলেছে কেন্দ্র।
ফিফার দ্বারা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করার পর কেন্দ্র সরকার আসরে নামে৷ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে৷ কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, ‘‘ ফুটবলের সঙ্গে জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে। আমরা দেশে বিশ্বকাপের সুযোগ হারাতে পারি। আমাদের দেশের ফুটবলাররা খেলার সুযোগ পাবেন না। আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।’’
তিনি আরও বলেন ‘‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরিচালন সমিতির নির্বাচনে ভোটার তালিকায় কেবলমাত্র রাজ্য এবং রাজ্য ফেডারেশনের প্রতিনিধিরা থাকা উচিত। ভোটার তালিকায় খেলোয়াড়দের থাকা উচিত নয়।’’
বাইচুং ভুটিয়ার আইনজীবী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর নতুন সংবিধান এবং প্রখ্যাত খেলোয়াড়দের ৩৬ সদস্যের নির্বাচকমণ্ডলীর পক্ষে সওয়াল করছেন। সংবিধানের মূল উদ্দেশ্য সুরক্ষিত রাখার আর্জি জানালেন ভুটিয়ার আইনজীবী।