TRENDING:

ফ্রান্স-নেদারল্যান্ডস ম্যাচেই ক্রুয়েফ স্মরণ

Last Updated:

ডাচ কিংবদন্তিকে অভিনব সম্মান আর্জেন রবেনদের। অ্যামস্টারডাম এরিনায় ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস। ম্যাচের ১৪ মিনিটে খেলা থামিয়ে জোহান ক্রুয়েফের স্মরণে নীরবতা পালন করবেন পোগবা, রবেনরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যামস্টারডাম:  ডাচ কিংবদন্তিকে অভিনব সম্মান আর্জেন রবেনদের। অ্যামস্টারডাম এরিনায় ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস। ম্যাচের ১৪ মিনিটে খেলা থামিয়ে জোহান ক্রুয়েফের স্মরণে নীরবতা পালন করবেন পোগবা, রবেনরা। খেলোয়াড় জীবনে ১৪ নম্বর জার্সি পড়ে মাঠ কাঁপাতেন টোটাল ফুটবলের আইকন। তাই ম্যাচের ১৪ মিনিটেই খেলা থামিয়ে নীরবতা পালন করার সিদ্ধান্ত । ম্যাচের শুরুতে ব্রাসেলস জঙ্গি হামলায় মৃত ৩৪-র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। অর্থাৎ এক ম্যাচে দুইবার নীরবতা পালন হবে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ফ্রান্স-নেদারল্যান্ডস ম্যাচেই ক্রুয়েফ স্মরণ