গোয়ার বিরুদ্ধে ম্যাচে দিমিত্রি পেত্রাতোসের সাজিয়ে দেওয়া বল ফাঁকায় পেয়ে ছ’গজ দূর থেকে লক্ষ্যে রাখতে ব্যর্থ আশিক কুরুনিয়ান। সেই দুর্বলতা কাটাতেই ছেলেদের সিচুয়েশন প্র্যাকটিস করালেন স্প্যানিশ কোচ। আগামী ১৪ জানুয়ারি পরবর্তী ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি। আইএসএলে এখনও পর্যন্ত বাণিজ্য নগরীর দলকে একবারও হারাতে পারেনি সবুজ-মেরুন দল। তাই ইতিহাস বদলাতে মরিয়া কোচ হুয়ান ফেরান্দো।
advertisement
নতুন বছরের ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই অনুশীলন শুরু করেছে মোহন বাগান। প্রথম দিনে হাল্কা গা ঘামিয়েছিলেন শুভাশিস বসুরা। তবে এদিন ছেলেদের পুরোদমে অনুশীলন করালেন ফেরান্দো। মোহন বাগানের প্র্যাকটিস দেখতে মাঠে এসেছিলেন সবুজ-মেরুনের ‘ঘরের ছেলে’ সুব্রত ভট্টাচার্য।
এদিন শুরুতে ওয়ার্ম আপের পর প্লেয়ারদের ছোট ছোট দলে ভাগ করে পাসিংয়ের দিকে বিশেষ নজর দেন ফেরান্দো। অনুশীলনের শেষদিকে দিমিত্রি, লিস্টনদের স্পটকিক এবং পেনাল্টি শ্যুট। চোটগ্রস্ত মনবীর সিং অবশ্য বল নিয়ে আলাদা অনুশীলন করলেন। তবে ছুটি কাটিয়ে ব্র্যান্ডন হ্যামিল, হুগো বোমাস ও কার্ল ম্যাকহ্যাগ এখনও ফেরেননি। তাঁরা রবিবার অনুশীলনে যোগ দেবেন।
নতুন দুই বিদেশি মন্টেনেগ্রোর স্লাভকো ডামজানোভিচ ও উরুগুয়ের ফেডেরিকো গ্যালোগের দিকে বিশেষ নজর ছিল গ্যালারিতে উপস্থিত সবুজ-মেরুন জনতার। গ্যালোগো হয়তো সামান্য ওজন বৃদ্ধি করেছেন, কিন্তু সেটা কয়েকদিনের অনুশীলনে স্বাভাবিক হয়ে যাবে। উরুগুয়ের ফুটবলারটির স্কিল এবং টাচ কিন্তু দেখার মত। সেটা দেখেই হাততালি দিচ্ছেন দর্শকরা।