TRENDING:

বৃষ্টি নিয়ে চিন্তায় আইএসএল সংগঠকরা, রিওতে প্রস্তুতি ম্যাচে নামছে গোয়া

Last Updated:

গত দু’বছরের মতো এবছরও এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ অনেক বেশি হবে বলেই ধরে নিচ্ছেন সংগঠকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  পুজোর মাসেই শুরু হচ্ছে আইএসএল ৩ ৷ গত দু’বছরের মতো এবছরও এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ অনেক বেশি হবে বলেই ধরে নিচ্ছেন সংগঠকরা ৷ কিন্তু এবছর কলকাতা এবং মুম্বইয়ে একদম নতুন ভেন্যু ৷ কলকাতায় যেমন যুবভারতীর বদলে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে খেলা হবে ৷ তেমনি মুম্বই সিটি এফ সি-র হোম গ্রাউন্ড এবার ডি ওয়াই পাটিলের বদলে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স ৷ এই দুই স্টেডিয়ামেই ফ্লাডলাইট ঠিকঠাক কি না, সেবিষয়টি খতিয়ে দেখছেন টুর্নামেন্ট সংগঠকরা ৷ এই নিয়ে ওয়ার্কশপে আলোচনাও হয়েছে মুম্বই ও কলকাতা ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে ৷  আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে ভারত-পুয়ের্তো রিকো ম্যাচ হলেও রবিন্দ্র সরোবর স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক মানের খেলা এই প্রথম হবে ৷ এছাড়া বর্ষা এখনও পূর্ব ভারত থেকে যায়নি, তাতেও দুশ্চিন্তা একটা থেকেই যাচ্ছে সংগঠকদের ৷
advertisement

অন্যদিকে আইএসএল শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে জিকোর এফসি গোয়া। রিও ডি জেনেইরোতে বাঙ্গু অ্যাটলেটিকো ক্লাবের বিরুদ্ধে ম্যাচ খেলবেন লুসিওরা। গত মরসুমের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া এফসি গোয়ার ব্রাজিলিয় কিংবদন্তি কোচ। ভারতীয় সময় রাত ১২ টা নাগাদ রিওতে জিকোর অ্যাকাডেমিতে ম্যাচটি খেলা হবে ৷ প্রি-সিজন ক্যাম্পের জন্য নিজের শহরের অ্যাকাডেমিকেই বেছে নেওয়াটা ঠিক মনে করেছেন গোয়ার কিংবদন্তী কোচ জিকো ৷ এরপর বোকা ভিস্তা এফ সি-র সঙ্গেও প্র্যাকটিস ম্যাচ খেলবে গোয়া ৷ আগামী ১ অক্টোবর থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে আইএসএল-৩ ৷ রিও থেকে তাই এদেশে ২৫ সেপ্টেম্বর ফিরছেন জিকোরা ৷ গোয়ার প্রথম ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আগামী ৪ অক্টোবর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
বৃষ্টি নিয়ে চিন্তায় আইএসএল সংগঠকরা, রিওতে প্রস্তুতি ম্যাচে নামছে গোয়া