TRENDING:

১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি! হিমশিম খেল বোলাররা, তন্ময়ের ঝোড়ো ইনিংসে সব রেকর্ড ভেঙে খানখান

Last Updated:

Fastest first-class triple Hundred: মাঠ জুড়ে শুধু চার আর ছক্কা। বোলারদের চোখে সর্ষে ফুল। যেন ম্যাচ নয়, ম্যাচের রিপ্লে চলছে। তন্ময় আগরওয়াল (Tanmay Agarwal) হয়ে উঠেছিলেন যেন রান মেশিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Fastest first-class triple Hundred: ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি! মাঠ জুড়ে শুধু চার আর ছক্কা। বোলারদের চোখে সর্ষে ফুল। যেন ম্যাচ নয়, ম্যাচের রিপ্লে চলছে। তন্ময় আগরওয়াল (Tanmay Agarwal) সেদিন হয়ে উঠেছিলেন রান মেশিন। চুরমার হয়ে গিয়েছিল একাধিক বিশ্ব রেকর্ড।
১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি! হিমশিম খেল বোলাররা
১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি! হিমশিম খেল বোলাররা
advertisement

টি২০ বা ওয়ান ডে-তে ধুমধাড়াক্কা ব্যাটিং দেখে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। চার-ছক্কার বন্যা বয়ে যায়। কিন্তু প্রথম শ্রেণীর ম্যাচ বা টেস্টে ধরে খেলেন ব্যাটসম্যান। ধীরে ধীরে ইনিংস সাজান। সেখানে কেউ যদি ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেন তাহলে চমকে উঠতে হয় বই কি।

আরও পড়ুন– উত্তর প্রদেশের রাজনীতিতে বিরল ঘটনা, যোগী আদিত্যনাথের সঙ্গে একমত অখিলেশ যাদব, কোন বিষয়ে?

advertisement

ঠিক এক বছর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে এই কীর্তি গড়েছিলেন ভারতের তন্ময় আগরওয়াল। মাত্র ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি। ২৬ ছক্কায় সাজিয়েছিলেন ইনিংস। ব্যাট থেকে এসেছিল ৩৪টি বাউন্ডারিও। এই ইনিংস এখনও বিশ্বরেকর্ড।

হায়দরাবাদের তন্ময় অবশ্য ইন্ডিয়া টিমে জায়গা পাননি। তবে নির্বাচকদের নজরে পড়েছেন। দু’দিন আগেও রঞ্জি ট্রফিতে হিমাচলের বিরুদ্ধে ১৭৭ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। বুঝিয়ে দিয়েছেন, এক বছর আগে যে ফর্মে ছিলেন তা এখনও অটুট। যাই হোক, ফিরে আসা যাক তাঁর দ্রুততম ট্রিপল সেঞ্চুরির ইনিংসে।

advertisement

আরও পড়ুন– ছেঁড়া পোশাক পরে থানায় পৌঁছলেন যুবক, দেখলে মনে হবে ভিখারি, নাম শুনে চমকে গেলেন আইপিএস অফিসাররা!

২০২৪ সালে রঞ্জি টুর্নামেন্টে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি করেন তন্ময়। ভেঙে দেন একাধিক রেকর্ডও। তাঁর নামের পাশে বসে যায় ফাস্টেস্ট ফার্স্ট ক্লাস ট্রিপল হান্ড্রেডের তকমা। যা আগে মার্কো মারিসের নামে ছিল। দক্ষিণ আফ্রিকার মার্কো ২০১৭ সালে বর্ডারের হয়ে ১৯১ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।

advertisement

এই ইনিংসে ১৮১ বলে ৩৬৬ রান করেছিলেন ওপেনার তন্ময় আগরওয়াল। মেরেছিলেন ২৬টি ছক্কা। এটাই প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি। অপর প্রান্ত থেকে তন্ময়কে সমর্থন জুগিয়ে যান আরেক ওপেনার এবং অধিনায়ক রাহুল সিং। ওই ইনিংসে রাহুল করেন ১০৫ বলে ১৮৫ রান। প্রথম ইনিংসে তাঁরা ৪৪৯ রানের জুটি গড়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তন্ময় ও রাহুলের ঝোড়ো ইনিংসের সুবাদে হায়দরাবাদ মাত্র ৫৯.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে তোলে ৬১৫ রান। যে কোনও ওয়ান ডে ম্যাচের সঙ্গে তুলনা করলে এই রানকে পাহাড় প্রমাণ বলতে হয়। এই অসাধ্য সাধন করেছিলেন তাঁরা। হায়দরাবাদের ইনিংসের রান রেট ছিল ১০.৩৩। তাদের ঝোড়ো ব্যাটিং শুধু একাধিক রেকর্ড ভাঙেনি, অরুণাচলের মনোবলও ভেঙে দেয়। দুই দিনে ১৮৭ রানে হেরে যায় অরুণাচল প্রদেশ।

বাংলা খবর/ খবর/খেলা/
১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি! হিমশিম খেল বোলাররা, তন্ময়ের ঝোড়ো ইনিংসে সব রেকর্ড ভেঙে খানখান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল