UP Politics: উত্তর প্রদেশের রাজনীতিতে বিরল ঘটনা, যোগী আদিত্যনাথের সঙ্গে একমত অখিলেশ যাদব, কোন বিষয়ে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
UP Politics: উত্তর প্রদেশের রাজনীতিতে শেষ কবে এমন ঘটনা ঘটেছে, মনে করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরাও। বিধানসভায় দু’জনকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতেই দেখা যায়। তাঁদের রাজনৈতিক মতভেদের কথাও কারও অজানা নয়। সেই তাঁরা কোনও বিষয়ে একমত হচ্ছেন, এমন ঘটনা বিরলই বলা চলে।
advertisement
advertisement
সম্প্রতি Network18-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেন, উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করা ঠিক হবে না। কারণ ইউনাইটেড উত্তর প্রদেশই রাজ্যের শক্তি এবং পরিচয়। এমনকী সম্মানও। আসলে বিএসপি সুপ্রিমো মায়াবতী উত্তর প্রদেশকে ছোট ছোট চারটি রাজ্যে ভাগ করার দাবি করেছিলেন। তারই প্রেক্ষিতে এই কথা বলেন যোগী।
advertisement
মুখ্যমন্ত্রীর এই ‘একতাবদ্ধ উত্তরপ্রদেশ’ বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুধু সমর্থন জানানোই নয়, যোগীর পাশেও দাঁড়িয়েছেন তিনি। রবিবার মহাকুম্ভে এসেছিলেন অখিলেশ। গঙ্গাস্নানও করেন। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অখিলেশ জানান, তিনি উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করার পক্ষে নন। তাঁর কথায়, “উত্তর প্রদেশকে ভাগ করা উচিত হবে না। কিন্তু কিছু লোক রাজ্যকে ভাঙতে চায়।’’
advertisement
প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশে দাঁড়ালেও আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক আরাধনা মিশ্র মোনার দাবি, বিজেপি বরাবরই ছোট রাজ্যের পক্ষে সওয়াল করে এসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তা মানেন না। তিনি দলীয় নীতির বিরুদ্ধে কথা বলছেন। তিনি প্রশ্ন তুলেছেন, হঠাত কী এমন হল যে যোগী আদিত্যনাথকে দলের উল্টো সুরে গাইতে হচ্ছে?
advertisement
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করার কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল, ছোট ছোট রাজ্যে ভাগ করে দিলে, উত্তর প্রদেশের সর্বত্র উন্নয়ন পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে লাভবান হবেন রাজ্যবাসীই। তবে যোগী আদিত্যনাথ স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সরকার রাজ্য ভাগের পক্ষে নয়। আর এবার তাতে সমর্থন দিল প্রধান বিরোধী দলও।