গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। সোমবার অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সকাল দশটা থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রবেশ করার জন্য ২ ও ৩ নম্বর গেট খুলে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানিয়ে ৭ ও ৮ নম্বর গেট দিয়ে সকলের বেরোনোর ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকাল দশটা পেলের দেহ রাখা থাকবে এখানেই। এরপরই শেষ যাত্রা শুরু হবে সর্বকালের অন্যতম সেরা ৩ বারের বিশ্বজয়ী ফুটবলারের। শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্যান্টোসের নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাটো করা হয়েছে।
advertisement
এদিন স্যান্টোসের মাঠের গেট খোলার আগে থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছিলেন পেলেকে শেষবারের মত দেখার জন্য। রবিবার রাত থেকেই আসতে শুরু করেছিলেন ভক্তরা। সোমবার গেট খুলতেই ভিড় সামলাতে রীতিমত হিমসিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। মঙ্গলবার শেষ যাত্রায় সান্তোসের বিভিন্ন রাস্তায় নিয়ে যাওয়া হবে ফুটবল সম্রাটকে। সাও পাওলোর নেক্রোপোল একুমেনিকাতে তাকে সমাধিস্থ করা হবে।