TRENDING:

৯৯৯৯ রানে থেমে গেলেন ধোনি, বিরাটের উপর ক্ষেপে লাল ফ্যানরা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম:  একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ হয়ে গিয়েছে বিরাট কোহলির ৷ একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েই চলেছেন ভারত অধিনায়ক ৷ কিন্তু অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি, বর্তমানে তিনি অফ-ফর্মে রয়েছেন, তাই বলে তাঁকে ভুলে গেলে হবে না ৷ বরং অল্পের জন্য একটা রেকর্ড হাতছাড়া হল এমএসডি-র ৷ আর এর জন্য এখন ধোনি ফ্যানদের চক্ষুশূল কিং কোহলিও ৷
advertisement

১০,১৭৩ রান রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু তার মধ্যে ১৭৪ রান ধোনি করেছেন এশিয়া একাদশের হয়ে। অর্থাৎ একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে ধোনির রান ৯৯৯৯। এবছরই ১০ হাজার রান পূর্ণ করার সুযোগ ধোনির কাছেও ছিল ৷ কিন্তু সেটা আর হল না ৷ কারণ এবছর আর কোনও ওয়ান ডে ম্যাচ নেই ভারতের ৷ অর্থাৎ দেশের জার্সিতে ১০,০০০ রানের গণ্ডি পেরোতে ধোনিকে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এটা হত না , যদি একটু বুদ্ধি করে তিরুঅনন্তপুরমে ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনতেন কোহলি এবং টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষ করে ধাওয়ান আউট হওয়ার পর ধোনিকেই তিন নম্বরে নামানো উচিৎ ছিল বলে মনে করছেন সমর্থকরা ৷ তাহলে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া এবছরই হয়ে যেত মাহির ৷

বাংলা খবর/ খবর/খেলা/
৯৯৯৯ রানে থেমে গেলেন ধোনি, বিরাটের উপর ক্ষেপে লাল ফ্যানরা !