আসলে চিনের রাস্তায় যিনি ঘুড়ে বেড়াচ্ছেন তিনি আসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়। অবিকল তাঁর মত দেখতে অন্য এক ব্যক্তি। তাঁর সাজ-পোশাক, কথা বলা, হাঁটা, মুখবায়ব সবকিছুতেই সিআরসেভেনের সঙ্গে অনেক মিল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে যে কেউ অবাক হবেন। অনেকে আবার এও বলছে তাহলে কী রোনাল্ডোর নকল তৈরি করে ফেলল চিন?
advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান ক্লাব আল নাসেরের চিনে দুটি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। রোনাল্ডো চিনে আসবে সই খবর চাউর হতে ফ্যানেদের মধ্যে উন্মাদনাও তৈরি হয়েছিল। কিন্তু পরে রোনাল্ডো জানিয়ে দেন চোটের কারণে তিনি চিন সফরে যেতে পারছেন না। যার ফলে কিছুটা হলে মন ভাঙে চিনের রোনাল্ডো ভক্তদের।
আরও পড়ুনঃ MS Dhoni: এখনও কত বছর আইপিএল খেলতে পারেন এমএস ধোনি? বড় কথা জানালেন সিএসকে তারকা
রোনাল্ডো না এলেও হাতের নাগালে চিনের ফুটবল প্রেমিরা পেয়ে গিয়েছেন নকল সিআরসেভেনকে। যিনি আবার আল নাসেরের জার্সি পড়ে ফ্যানেদের সকল দাবি ও আবদার মেটাচ্ছেন। আসলের বদলে নকল রোনাল্ডোর সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ করছেন রোনাল্ডো ফ্যানেরা।