যে কোনও ইস্যুতে সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলেন তিনি। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরও পাকিস্তানের দোষ ঢাকতে তিনি আসরে নেমেছিলেন। ভারতীয় সেনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন আফ্রিদি। তাঁর মৃত্যুর খবর শনিবার সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুর খবর নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও আফ্রিদির পরিবারের লোকজন এই বিষয়ে কিছুই জানাননি। সত্যিই কি তাহলে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক অধিনায়কের? আসল সত্যিটা কী?
advertisement
ফ্যাক্ট চেক করার পর জানা যায়, যে ভিডিও ভাইরাল হয়েছে সেটির কোনও সত্যতা নেই। এআই-এর সাহায্যে বানানো সেই ভিডিও। আফ্রিদি রয়েছেন বহাল তবিয়তে। ৪৮ বছর বয়সি প্রাক্তন এই পাক ক্রিকেটার সুস্থ আছেন। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্সে রীতিমতো ঝড় তোলেন নেটিজেনরা। বেশিরভাগেরই দাবি, কারওর মৃত্যু নিয়ে এমন ঠাট্টা-তামাশা করা মোটেই উচিত নয়।
আরও পড়ুন- বিরাট কোহলি গ্রেফতার হবেন? পুলিশ জানিয়ে দিল ‘বড় কথা’, পদপিষ্টের ঘটনায় নতুন মোড়
শাহিদ আফ্রিদি ২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন। আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ১১ হাজারেরও বেশি রান করেছেন। সব ফরম্যাট মিলিয়ে ৫৪১ উইকেট নিয়েছেন। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় (৩৫১টি) মারার রেকর্ড এখনও তাঁর দখলে।
টেস্ট আফ্রিদি ২৭টি ম্যাচে ১৭১৬ রান এবং ৪৮ উইকেট নিয়েছেন। ৩৯৮টি ওয়ানডে ম্যাচে তিনি ৬টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ সেঞ্চুরি-সহ ৮০৬৪ রান করেছেন। পাশাপাশি ৩৯৫টি উইকেটও নিয়েছেন। টি-২০ ফরম্যাটে ১৪১৬ রান এবং ৯৮টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে।