অবসর নেওয়ার পরেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মনোজ। ফোন বন্ধ ছিল। কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে অবসর সিদ্ধান্ত পরিবর্তন করার পরেই প্রথম News18 বাংলায় প্রতিক্রিয়া দেন মনোজ তিওয়ারি। একইসঙ্গে জানিয়েও দিলেন আর কতদিন ক্রিকেট খেলবেন তিনি। মনোজ তিওয়ারি বলেন,”আবেগে পোস্ট করে রিটারমেন্ট ঘোষণা করেছিলাম। পরে বউ এবং সিএবি সভাপতি অনেক বুঝিয়েছিলেন। বাংলা স্বার্থ তাই সিদ্ধান্ত বদল করে এক বছর খেলব বলে ঠিক করলাম”।
advertisement
প্রসঙ্গত, ভারতীয় দলের জার্সিতে ১২টি একদিনের ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারি। করেছেন ২৮৭ রান করেছেন। দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৫ রান। আইপিএলে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ঘরোয়া ক্রিকেটে করেছেন ৯ হাজারের উপর রান। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখেন মনোজ। তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। অবসর ভেঙে মনোজের ফের ক্রিকেটে ফেরার খবরে খুশি বাংলার ক্রিকেট মহল।