দিব্যি কথা বলছিলেন। আচমকা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন প্রিমিয়ার লিগের প্রাক্তন গোলকিপার শাকা হিসলোপ। এসি মিলান বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচের মাঝে ঘটে গেল এই দুর্ঘটনা।
চোখের সামনে এমন ঘটনা দেখতে হবে, সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। ফলে ফুটবলারের এমন পরিস্থিতি দেখে অনেকেই অবাক হয়ে যান। এক সেকেন্ডের মধ্যে একজন তরতাজা মানুষ কীভাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, তা নিয়ে অনেকেই সন্দিহান।
advertisement
রিয়াল মাদ্রিদ বনাম এসি মিলান প্রীতি ম্যাচ চলছিল। তখনই কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যান হিসলোপ। ফুটবল বিশেষজ্ঞ হিসেবে সম্প্রচারক চ্যানেলের হয়ে কথা বলছিলেন শাকা হিসলোপ। তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলের আজ আশিয়ান দিবস! নতুন বছরে তিকিতাকার অপেক্ষায় সমর্থকরা
ESPN-এর সঞ্চালক ডেন থমাস তখন তাঁর পাশে দাঁড়িয়ে। সাময়িক ধাক্কা কাটিয়ে উঠেছেন হিসলোপ। জানা গিয়েছে, তিনি সুস্থই আছেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই হিসলোপের জ্ঞান ফিরে আসে। তবে সঞ্চালক ও মাঠে আসা দর্শকরা বেশ ভয় পেয়ে যান।
৫৪ বছর বয়সী হিসলোপ একটা সময় ওয়েস্ট হ্যাম এবং নিউ ক্যাসলের গোলকিপার হিসেবে খেলেছেন। তিনি ২০০৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। তার পর থেকে ESPN-এর ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি।
কেন হিসলোপ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন, তার কারণ এখনও জানা যায়নি। তবে তিনি এমন ঘটনায় বেশ লজ্জা পেয়ে যান। এমনকী তিনি দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন। তিনি আশা করছেন, এমন ঘটনার জন্য কেউ তাঁকে নিয়ে মজা করবেন না!