এদিকে রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বড় ধাক্কা খেল বাংলা শিবির ! ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট সাত জনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে ৷ এই কারণে স্থানীয় ক্রিকেট আপাতত স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে সিএবি ৷
আরও পড়ুন-আন্তর্জাতিক হচ্ছে ত্রিপুরা বিমানবন্দর, আজ উদ্বোধন নয়া ইন্টিগ্রেটেড টার্মিনালের
রঞ্জি ট্রফি শুরু হতে আর খুব বেশিদিন বাকি নেই ৷ তার মধ্যেই ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার খবর, বাংলা শিবিরের জন্য যথেষ্ট চিন্তার কারণ ৷ আজ, মঙ্গলবার মুম্বই দলের সঙ্গে সিসিএফসি-র মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলার ৷ কিন্তু এমন পরিস্থিতিতে কী কর প্রস্তুতি ম্যাচ খেলা হবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে ৷
advertisement
আরও পড়ুন-করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, উপসর্গ মূদু
বাংলার ক্রিকেটারদের জন্য কিছুদিন আগেই বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছে সিএবি। জানুয়ারির ৩ থেকে ৫ তারিখ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে সিএবি। যেখানে বাংলার সমস্ত ক্রিকেটাররা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এর জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়াও বেঁধেছে সিএবি।