মেসির তোপে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। কোপা ফাইনালের আগেই কর্তাদের বিরুদ্ধে মুখ খুললেন মেসি। অভিযোগ, কর্তাদের গড়িমসিতেই সময়মতো হিউস্টনে হাজির হতে পারেননি মেসিরা।
আজ মেসি ২৯
তেইশ বছর পর আর্জেন্টিনাকে কোপা ফিরিয়ে দেওয়াই হবে তাঁর জন্মদিনের সেরা উপহার। ২৯-তম জন্মদিনে এই দাবি লিও মেসির।
ফাইনালে বাজি মেসি
advertisement
সোমবার মহারণের আগে ফাইনালের প্রস্তুতি শুরু করল আর্জেন্টিনা। চিলির বিরুদ্ধে জেরার্দো মার্টিনোর বাজি লিও মেসি। অনিশ্চিত লাভেজ্জি।
সেই রোনাল্ডোই ভরসা
ইউরোর প্রি-কোয়ার্টারের প্রস্তুতি শুরু করল পর্তুগাল। ক্রোয়েশিয়া ম্যাচের আগে কোচ ফার্নান্দো স্যান্টোসের দাবি, রোনাল্ডোর গোলেই ম্যাচ জিততে দল।
নানির বাজি রোনাল্ডো
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ম্যাচের আগেই ইউরো জয়ের স্বপ্ন দেখছেন পর্তুগিজ ফুটবলার নানি। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর নেতৃত্বেই লিসবন যাবে কাপ।
রোনাল্ডোকে রুখতে ছক
সামনে পর্তুগাল। তবে জমি ছাড়া হবে না। রোনাল্ডোদের বিরুদ্ধে মাঠে নামার আগে পণ ক্রোয়েশিয়ার। মদরিচ ফিরছেন। সঙ্গে থাকবেন পেরিসিচের মতো গোল গেটাররা।
ইউরোয় ব্রিটিশ ডার্বি
শনিবার ইউরোর প্রি-কোয়ার্টারে ব্রিটিশ ডার্বি। উত্তর আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েলস। ম্যাচ ফিফটি-ফিফটি। মাঠে নামার আগে মত গ্যারেথ বেলের।
বেল ভিতি আইরিশদের
জার্মানি, পোল্যান্ডের সঙ্গে তারা প্রি-কোয়ার্টারে উঠেছে। তাই উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে নতুন স্বপ্ন আইরিশদের। উল্টো দিকে বেল, এটাই চিন্তা গোটা দলের।