প্রথমবার হয়নি। কিন্তু দ্বিতীয়বার হাতছাড়া করলে চলবে না। ব্যাটেল অব ব্রিটেনে মাঠে নামার আগে গ্যারেথ বেলদের বার্তা কোচ ক্রিস কোলম্যানের।
এবারই প্রথমবার ইউরো খেলতে এসেছে ওয়েলস। আর সবাইকে চমকে দিয়েছে তারা।
ইংল্যান্ডকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন। ছবিটা প্রায় একরকম উত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রেও। কারণ ইউরোর অভিষেকেই শেষ ষোলোয় উঠে চমকে দিয়েছেন তারা। জার্মানি, পোল্যান্ডের সঙ্গে সেরা তৃতীয় দলের তকমা নিয়ে নক-আউটে মাইকেল ও’নিলের দল। তাই শনিবার ফরাসি দেশে ব্যাটল অব ব্রিটেন জমজমাট হবে, তা বলাই বাহুল্য।
advertisement
উত্তর আয়ারল্যান্ড শিবির থেকে যা ইঙ্গিত, তাতে দলের প্রথম এগারোয় কোনও পরিবর্তন নেই। অন্যদিকে ভোকস বা রবসন কানুকে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরুতে চান কোলম্যান। এগিয়ে থেকেও প্রথম যুদ্ধে ইংল্যান্ডের কাছে হেরেছিল ওয়েলস। এবার আর না। তাই মাঠে নামার আগে বেলের হুঙ্কার, বাজি জিতবেন তাঁরাই।