TRENDING:

Euro 2024: নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, চেকদের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয়, এদিকে ২০ বছরের রেকর্ড ভাঙল সিআর সেভেনের

Last Updated:

Euro 2024: গুলের ১৯ বছর ১১৪ দিনে ইউরোতে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে গোল করার নজির গড়লেন৷ এর আগে এই রেকর্ড ছিল ২০০৪ সালে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর দখলে ছিল৷ তিনি ১৯ বছর ১২৮ দিনে ইউরোতে প্রথম গোল করেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লিপজিগ: হেরে যেতে পারত, ড্র হতে পারত কিন্তু কিছুই হল না চেকিয়া অর্থাৎ চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে  জয় দিয়েই মাঠ ছাড়ল পর্তুগাল৷ রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে জিতল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল৷ ৩৯ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ৪১ বছরেরর পেপে খেলার বিজ্ঞানকে ভুল প্রমাণ করে এখনও প্রথম একাদশেই পর্তুগালের জার্সিতে নামছেন৷ তবে চান্স ক্রিয়েট করলেও এদিন গোল এল না তাঁর পা থেকে৷
চেকিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতল পর্তুগাল - Photo -AP
চেকিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতল পর্তুগাল - Photo -AP
advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগালের UEFA ইউরো ২০২৪-এ – প্রথম খেলাটি ছিল নাটকীয়তায় মোড়া৷ ১৯ জুন লাইপজিগের রেড বুল অ্যারেনায় একেবারে সুশৃখ্ঙল প্ল্যান নিয়ে নামা চেকিয়াকে ২-১ হারাল পর্তুগাল৷  Francisco Conceicao-র ৯০ মিনিটে পরিবর্ত হিসেবে নামা প্লেয়ারই এদিন দলের হয়ে জয়সূচক গোলটি করেন৷  স্টপেজ টাইমে তাঁর গোলে পর্তুগাল তাদের বহু প্রত্যাশিত ইউরো  ২০২৪-র   ইতিবাচক সূচনা করল৷

advertisement

দেখে নিন গোলগুলি



৩৯ বছর বয়সী পর্তুগাল ৭ নম্বর প্লেয়ার এদিন সেভাবে নিজের জ্বলওয়া দেখাতে পারেননি৷ এদিন পর্তুগাল বনাম চেকিয়া ম্যাচের ফল ২-১৷ প্রথমার্ধে অবশ্য কোনও দলই মুখ খুলতে পারেননি৷ ৬২ মিনিটে চেকিয়ার হয়ে গোলমুখ খোলেন লুকাস প্রভোদ৷

advertisement

এরপর পর্তুগালের স্কোরলাইনে একটি গোল বসে কিন্তু গোলটি আসে চেকিয়ার ফুটবলারের পা থেকেই৷ রবিন হার্নাক নিজেদের জালেই বল জড়িয়ে ইউরো ২০২৪-এ পর্তুগাল স্কোরলাইনের পাশে গোলটি বসিয়ে দেন৷ ৯০ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে এদিন দলের জয়ে নিশ্চিত করে দেন চিকো কনসিয়াকো৷

এদিন রোনাল্ডো  ম্যাচের সেরা গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু সেগুলি মিস করেছিলেন তিনি। রাফায়েল লিও, বার্নার্দো সিলভা দলের সমস্যার কারণ হচ্ছিলেন৷  ব্রুনো ফার্নাডেস স্বাভাবিক ফর্মের ধারেকাছে ছিলেন না৷

advertisement

ইউরো ২০২৪ এ গ্রুপ-পর্যায়ের গেমগুলির প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি সেভাবে ঝকঝকে ছিল না৷  টুর্নামেন্টে অন্যতম ফেভারিট, পর্তুগাল তাদের আক্রমণাত্মক ছিল। অন্যদিকে, ম্যাচের পুরো দৈর্ঘ্যের জন্য সবেমাত্র গোলের উপর একটি শট নেওয়া সত্ত্বেও, লুকাস প্রভোডের একটি দুর্দান্ত এবং প্রতীক্ষিত দীর্ঘ পরিসরের প্রচেষ্টা এটি দেখানোর জন্য যথেষ্ট ছিল যে বল দখল নয় বরং স্কোরলাইনই গুরুত্বপূর্ণ।

advertisement

এদিকে রোনাল্ডো যেদিন ফোকাসে ছিলেন সেদিন সিআর সেভেনের একটি রেকর্ড ভাঙলেন৷ টার্কিশ মেসি আদ্রা গুলের টপকে গেলে সিআরসেভেনকে৷ টার্কি বনাম জর্জিয়া ম্যাচ তিনি গোল করেন৷ ইউরোর ম্যাচে গুলের রেকর্ড করলেন৷ ৩-১ গোলে এদিন শেষ হয় টার্কি বনাম জর্জিয়া ম্যাচ৷

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

গুলের ১৯ বছর ১১৪ দিনে ইউরোতে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে গোল করার নজির গড়লেন৷ এর আগে এই রেকর্ড ছিল ২০০৪ সালে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর দখলে ছিল৷ তিনি ১৯ বছর ১২৮ দিনে ইউরোতে প্রথম গোল করেছিলেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2024: নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, চেকদের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয়, এদিকে ২০ বছরের রেকর্ড ভাঙল সিআর সেভেনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল