১১ জুলাই স্তাদ দি ফ্রান্সে মুখোমুখি হতে পারত এই দুটো দল। ড্র-য়ের ফেরে কোয়ার্টারেই আমনে-সামনে ইতালি-জার্মানি।
গ্রুপ পর্বে বেলজিয়াম ও সুইডেনকে হারিয়ে দুরন্ত শুরু করেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারেই সব হিসেবের ওলট-পালট।
প্রি-কোয়ার্টারে স্পেনকে হারানোর পর ফের আত্মবিশ্বাসে ফুটছে দে রোসি, ফ্লোরেঞ্জিরা। সামনে এবার বিশ্ব চ্যাম্পিয়নরা। বড় টুর্নামেন্টে জার্মানদের বিরুদ্ধে বরাবরই দুরন্ত ট্র্যাক রেকর্ড আজুরিদের। শেষ আটটা টুর্নামেন্টে তো ইতালিকে হারাতেও পারেনি জার্মানি।
advertisement
চোট ও কার্ড সমস্যায় জেরবার হওয়া সত্ত্বেও অতীতের এই পরিসংখ্যানে ভেসেই স্তাদ দি বোর্দার যুদ্ধে নামছে টিম কন্তে। কার্ড সমস্যায় মাঝমাঠে থিয়াগো মোতাকে পাবে না ইতালি। কুঁচকির চোট নিয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি অ্যান্তোনিও ক্যানদ্রেভা। অন্যদিকে চোট নিয়েই মাঠে নামবেন ড্যানিয়েল দি রসি।
স্ট্রাইকিং ফোর্সে পেলের গোলের মধ্যে থাকা যা একটু স্বস্তি দিচ্ছে গতবারের রানার্সদের। চেনা ডিফেন্সিভ ফর্ম্যাট ছেড়ে কন্তে জমানায় ইউরোয় ব্যালান্স ফুটবল খেলছে ইতালি। স্পেনকে ছিটকে দেওয়ার পর ফ্লোরেঞ্জি, বুনোচ্চিরা কি পারবেন মুলার, গোমেজদের ইউরো থেকে বার করে দিতে ?