TRENDING:

জার্মানদের বিরুদ্ধে দুরন্ত ট্র্যাক রেকর্ডই ভরসা ইতালির

Last Updated:

বড় টুর্নামেন্টে বরাবরই পারফর্মার। ইতালি মানেই যে আলট্রা ডিফেন্স, সেই ধারণা বদলে দিয়েই ইউরোয় নতুন আজুরিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: বড় টুর্নামেন্টে বরাবরই পারফর্মার। ইতালি মানেই যে আলট্রা ডিফেন্স, সেই ধারণা বদলে দিয়েই ইউরোয় নতুন আজুরিরা। কন্তের কোচিংয়ে দে রোসিরা এবার ব্যালান্সিং ফুটবলে।
advertisement

১১ জুলাই স্তাদ দি ফ্রান্সে মুখোমুখি হতে পারত এই দুটো দল। ড্র-য়ের ফেরে কোয়ার্টারেই আমনে-সামনে ইতালি-জার্মানি।

গ্রুপ পর্বে বেলজিয়াম ও সুইডেনকে হারিয়ে দুরন্ত শুরু করেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারেই সব হিসেবের ওলট-পালট।

প্রি-কোয়ার্টারে স্পেনকে হারানোর পর ফের আত্মবিশ্বাসে ফুটছে দে রোসি, ফ্লোরেঞ্জিরা। সামনে এবার বিশ্ব চ্যাম্পিয়নরা। বড় টুর্নামেন্টে জার্মানদের বিরুদ্ধে বরাবরই দুরন্ত ট্র্যাক রেকর্ড আজুরিদের। শেষ আটটা টুর্নামেন্টে তো ইতালিকে হারাতেও পারেনি জার্মানি।

advertisement

চোট ও কার্ড সমস্যায় জেরবার হওয়া সত্ত্বেও অতীতের এই পরিসংখ্যানে ভেসেই স্তাদ দি বোর্দার যুদ্ধে নামছে টিম কন্তে। কার্ড সমস্যায় মাঝমাঠে থিয়াগো মোতাকে পাবে না ইতালি। কুঁচকির চোট নিয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি অ্যান্তোনিও ক্যানদ্রেভা। অন্যদিকে চোট নিয়েই মাঠে নামবেন ড্যানিয়েল দি রসি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্ট্রাইকিং ফোর্সে পেলের গোলের মধ্যে থাকা যা একটু স্বস্তি দিচ্ছে গতবারের রানার্সদের। চেনা ডিফেন্সিভ ফর্ম্যাট ছেড়ে কন্তে জমানায় ইউরোয় ব্যালান্স ফুটবল খেলছে ইতালি। স্পেনকে ছিটকে দেওয়ার পর ফ্লোরেঞ্জি, বুনোচ্চিরা কি পারবেন মুলার, গোমেজদের ইউরো থেকে বার করে দিতে ?

বাংলা খবর/ খবর/খেলা/
জার্মানদের বিরুদ্ধে দুরন্ত ট্র্যাক রেকর্ডই ভরসা ইতালির