রবিবার ওয়াটফোর্ডের বিরুদ্ধে ঘরোয়া ম্যাচে খেলা হয়নি৷
আরও পড়ুন - বন্ধুত্বের হাত! গাড়ি চালকদের হাতে গরম চা তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা, কিন্তু ঠিক কেন
ইংলিশ প্রিমিয়ার লিগে (Coronavirus and EPL) এখন আড়াই সপ্তাহ ১৫ ম্যাচ রদ হয়েছে৷ ফুটবলাররা পজিটিভ হচ্ছেন একের পর এক৷ ফুটবলাররা পজিটিভ (Coronavirus) হওয়ার পরেই কাছাকাছি আসা মানুষদের যাদের টিকাকরণ হয়নি তাদের কোয়ারেন্টাইনে রাখছে৷ করোনা ভাইরাস (Coronavirus) মামলায় কারণে একের পর এক ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে৷ এরই মধ্যে ৫ ম্যাচে ২৬ গোল হয়েছে৷কিন্তু এখনও খেতাবের দৌড়ে রয়েছে তাদের সমীকরণ বদলায়নি৷
advertisement
আরও পড়ুন - ’83’ Box Office Collection: বক্স অফিসে কেমন ব্যাটিং রণবীর-দীপিকার ৮৩-র, কামাই হল কত
গত চ্যাম্পিয়নের ৬ অঙ্ক
ম্যানচেস্টার সিটি লিসেস্টর বিরুদ্ধে ৬-৩ গোলে জয় পেয়েছে৷ দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল লিডসের বিরুদ্ধে করোনা সংক্রমণে স্থগিত করে দেওয়া হয়েছে৷ চেলসি - অ্যাস্টনভিলার বিরুদ্ধে ৩-১ জিতেছে৷ স্ট্রাইকরেট রোমেলু লুকাকু গোল করেন৷ চেলসি এবং লিভারপুল এখন সমান অঙ্ক৷ তাকে ৬ অঙ্ক পিছনে আর্সেনাল রয়েছে৷ তারা নরউইচকে ৫-০ হারায়৷
টটেনহ্যাম - ক্রিস্টাল প্যালেস ৩-০ জিতেছে৷ তাদের ম্যাচ করোনা ও বরফপাতের কারণে স্থগিত হয়ে যায়৷