TRENDING:

নিউজিল্যান্ডকে ২০ রানে হারাল ইংল্যান্ড, জমে গেল গ্রুপ ওয়ানের সেমিতে ওঠার লড়াই

Last Updated:

টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ২০ রানে হারাল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৭৯ করে জস বাটলারের দল। জবাবে কেন উইলিয়ামসনের দলের স্কোর ১৫৯।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গাব্বা: টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ ওয়ানের লড়াই জমিয়ে দিল ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচে কিউইদের ২০ রানে হারাল ব্রিটিশ লায়ন্সরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করে জস বাটলারের দল। জবাবে ১৫৯ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। কেন উইলয়ামসের দলের হারের ফলে গ্রুপ ওয়ানের সেমি ফাইনালের ওঠার লড়াইয়ে এখন নিউজিল্যান্ড সহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
advertisement

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিংয়ে দুরন্ত শুরু করে দুই ব্রিটিশ ওপেনার। একের পর এক মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন বাটলার-হেলস জুটি। ৫২ রানের ইনিংস খেলে আউট হন হেলস। অপরদিকে নিজের অধিনায়কোচিত ইনিংস চালিয়ে যান বাটলার। ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এছাড়া লিয়াম লিভিংস্টোন ২০ রান ছাড়া কোনও ব্রিটিশ ব্যাটার রান পাননি।

advertisement

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ২৮ রানের মধ্যেই দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে সাজঘরে ফেরত যান। এরপর গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসন দুরন্ত পার্টনারশিপ করে কিউইদের জয়ের আশা জিইয়ে রেখেছিল। ৯১ রানের পার্টনারশিপ করেন তারা। ৪০ রান করে আউট হন কিউই অধিনায়ক। এরপর অর্ধশতরান করার পর ৬২ রানে সাজঘরে ফেরেন ফিলিপস। শেষের দিকে ব্যাটাররা রান না পাওয়ায় জয় হাতছাড়া হয় নিউজিল্যান্ডের।

advertisement

আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপেরে ফাইনালে উঠবে কী টিম ইন্ডিয়া, বড় মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইংল্যান্ডের এই জয়ের ফলে গ্রুপ ওয়ানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট হল নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। রান রেটের বিচারে শীর্ষে কিউইরা। দ্বিতীয় স্থানে ব্রিটিশরা ও তৃতীয় স্থানে ব্যাগি গ্রিনরা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। ফলে সেমি ফাইনালের কোন দুই দল যাবে তার জন্য অপেক্ষা করতে শেষ ম্যাচ পর্যন্ত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
নিউজিল্যান্ডকে ২০ রানে হারাল ইংল্যান্ড, জমে গেল গ্রুপ ওয়ানের সেমিতে ওঠার লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল