TRENDING:

Stuart Broad Retirement: অ্যাশেজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড

Last Updated:

Stuart Broad Retirement: বর্তমানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী ব্রড। সীমিত ওভারের ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। আর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেললেন স্টুয়ার্ট ব্রড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: ২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা হজম। তারপর অনেকেই ভেবেছিলেন স্টুয়ার্ট ব্রডের কেরিয়ার হয়তো ওখানেই শেষ। সেই সময় ইংল্যান্ডের তরুণ পেসার যে ভেঙে পড়েছিলেন সেই কথা নিজেও জানিয়েছিলেন ব্রড। কিন্তু সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে দেড় দশকের বেশি ক্রিকেট কেরিয়ারে একের পর এক মাইলস্টোন ছুঁয়েছেন ব্রড। টেস্ট ক্রিকেটে জায়গা করে নিয়েছেন কিংবদন্তীদের তালিকায়। বর্তমানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী ব্রড। সীমিত ওভারের ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। আর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেললেন স্টুয়ার্ট ব্রড।
স্টুয়ার্ট ব্রড
স্টুয়ার্ট ব্রড
advertisement

শনিবার চলতি অ্যাশেজ সিরিজর পঞ্চম টেস্টের তৃতীয় দিনের শেষে স্টুয়ার্ড ব্রড ঘোষণা করেন এই ম্যাচই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। অ্যাশেজের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টসে ব্রড জানান আগামি ২ দিন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ২ দিন হতে চলেছে। শুক্রবার রাতে অবসর নিয়ে মনোস্থির করার পর শনিবার সকালে তা অধিনায়ক ও দলকে জানান ব্রড। কোনও অ্যাশেজ সিরিজ খেলেই অবসর নেওয়ার ইচ্ছে ছিল বলেও জানান ব্রড। সেই মতই এই সিদ্ধান্ত বছর ৩৭-এর ডান হাতি পেসারের।

advertisement

অ্যাশেজ সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টসে ব্রড বলেন,”রবিবার বা সোমবার আমার ক্রিকেট কেরিয়ারের শেষদিন হতে চলেছে। এই যাত্রাটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার এবং ইংল্যান্ডের ব্যাজ পরে মাঠে নামতে পারায় অত্যন্ত গর্বিত বোধ করছি। আমার কেরিয়ারে আমি যতটা ক্রিকেটকে উপভোগ করেছি, এখনও সেরকম করছি। এই দুর্দান্ত সিরিজের অংশ হতে পেরেও ভালো লাগছে। আমি সবসময় শীর্ষে থেকে অবসর নিতে চেয়েছিলাম। এই সিরিজটা অত্যন্ত উপভোগ্য সিরিজ হয়েছে।” এছাড়াও ব্রড বলেন,”অ্যাশেজ আমার কাছে সব থেকে প্রিয় সিরিজ়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে সব সময় ভালবাসি। তাই মনে হল অ্যাশেজেই শেষ বার ব্যাট-বলে হাত দেব। তাই এই সিরিজ শেষেই অবসরের সিদ্ধান্ত”।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: জাতীয় সঙ্গীতের সময় কেন প্লেয়ারদের সঙ্গে শিশু থাকে? তাদের কী বলা হয়? বলুন তো দেখি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি অ্যাশেজ সিরিজেও দুরন্ত ফর্মে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। এখনও পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন তিনি। যা আরও বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, জেমস অ্যান্ডারসন নিজের কেরিয়ার দীর্ঘায়িত করে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তা চাননি ব্রড। তাই ভালো ফর্মে থাকা সময়েই অবসরের সিদ্ধান্তটা নিয়ে নিলেন। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ১২১টি একদিনের ম্যাচ খেলে ১৭৮টি উইকেট, ৫৬টি টি-২০ ম্যাচ খেলে ৬৫টি উইকেট ও ১৬৭টি টেস্টের ৩০৭টি ইনিংসে ৬০২টি উইকেট (এখনও পর্যন্ত) নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Stuart Broad Retirement: অ্যাশেজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল