ইংল্যান্ডের বেন স্টোকস মাঝের কয়েক মাস বিরতির পর ফিরে আসার পর থেকে নিজেকে অসাধারন উচ্চতায় নিয়ে গিয়েছে। সেটা শেষ কয়েক মাস তার ক্যারিয়ার দেখলেই পরিষ্কার। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড।
তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও বেন স্টোকস অসাধারণ পারফর্ম করেছিলেন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছিলেন স্টোকসকে নেওয়ার ব্যাপারে পঞ্জাব কিংস সবচেয়ে এগিয়ে। প্রায় ৩৩ কোটি টাকা ছিল তাদের হাতে। দ্বিতীয় পছন্দ ছিল সানরাইজার্স হায়দারাবাদ। সবচেয়ে বেশি টাকা ৪২.২৫ ছিল তাদের হাতে।
advertisement
অর্থাৎ এই দুই দল বেন স্টোকসকে পাওয়ার ব্যাপারে মূল প্রতিদ্বন্দ্বি সেটা আগেই জানা ছিল। শুধু ব্যাটিং বা বোলিং নয়, অসাধারণ ফিল্ডিং এবং চাপের পরিস্থিতিতে স্নায়ু ঠিক রাখা - স্টোকসের থেকে আধুনিক ক্রিকেটে খুব বেশি ক্রিকেটার এই মুহূর্তে নেই। দলের অধিনায়ক না হলেও ইংলিশ তারকা ক্রিকেটার একজন যোগ্য নেতা।
সুতরাং যে দল তাকে নিত, যত টাকা দিয়েই নিত - তাতে লসের কিছু ছিল না। দলের অধিনায়ককেও প্রয়োজনে ইনপুট দিতে পারেন তিনি। এমনকি প্রয়োজনে ওপেন করতেও পারেন। যদিও এবারের আইপিএলের শেষ পর্যায়ে পাওয়া যাবে না তাকে। অ্যাশেজ প্রস্তুতি নেবে ইংল্যান্ড আয়ারল্যান্ডর বিপক্ষে টেস্ট খেলে। সেখানে চলে যাবেন বেন।
কিন্তু তার দল যদি প্লে-অফ পর্যন্ত পৌঁছয়, তাহলে বেন স্টোকসের থেকে পাওয়া উপদেশ এবং স্পিরিট তাদের দল হিসেবে অনেক শক্তিশালী করে দেবে সেটাই স্বাভাবিক।